ভালুকায় ডাকাতি: ১৫লাখ টাকার মালামল লুট

এফএনএস (মোঃ আলমগীর হোসেন; ভালুকা, ময়মনসিংহ) : | প্রকাশ: ১৫ জানুয়ারী, ২০২৫, ০২:১৫ পিএম
ভালুকায় ডাকাতি: ১৫লাখ টাকার মালামল লুট

ভালুকা উপজেলার চাপরবাড়ী গ্রামে সামছুদ্দিনের বাড়ীতে জ্বালানার গ্রীলকেটে ঘরে প্রবেশ করে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালংকার সহ ১৫ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। 

বাড়ীর মালিক সুহেল জানান,গতরাত ২টার দিকে ১০/১২ জনের একদল ডাকাত ঘরের জ্বানালার গ্রীল কেটে ঘরের প্রবেশ করে। বাড়ীর মালিককে বেধে তার শিশু বাচ্চা ছায়েরা কে গলায় ছুরি টেকিয়ে বাড়ীর লোকজনকে এক রুমে আটকিয়ে রাখে। পরে ডাকাতি শেষ করে নিরাপদে পালিয়ে যায় ডাকাত দল। সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। ডাকাতি শেষে ডাকাতরা বাড়ীর মালিককে শ্বাসিয়ে গেছে মামলা করলে আবার ডাকাতি করতে আসব। বাড়ীর মালিক ভয়ে মামলা করতে রাজি নয়।

আপনার জেলার সংবাদ পড়তে