মোহনপুর থানার এএসআইয়ের অপসারণের দাবিতে বিক্ষোভ

এম এম মামুন; রাজশাহী
| আপডেট: ১৫ জানুয়ারী, ২০২৫, ০৫:১৩ পিএম | প্রকাশ: ১৫ জানুয়ারী, ২০২৫, ০৫:১৩ পিএম
মোহনপুর থানার এএসআইয়ের অপসারণের  দাবিতে বিক্ষোভ
রাজশাহীর মোহনপুর থানার পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জোবায়ের হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারের নামে অর্থ ব্যাণিজ্য, অবৈধ পুকুর খনন, মাদক কারবারি কাছ থেকে অর্থ আদায়সহ বিভিন্ন অভিযোগ উঠেছে। তাকে অপসারণের দাবিতে গত সোমবার রাতে থানার সামনে বিক্ষোভ করে সাধারণ মানুষ। এর আগে সোমবার রাতে মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার বিশালপুর গ্রামে গিয়ে নারী সংক্রান্ত ঘটনায় জনতার তোপের মুখে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে মোটরসাইকেল উদ্ধার করে। ওইদিন রাতে বিশালপুর গ্রামের দেড়শতাধিক সাধারণ মানুষ থানার সামনে এসে এএসআই জোবায়ের হোসানের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার ৪ নং ওয়ার্ড বিশালপুর গ্রামে বাল্য বিবাহের বিষয় মিমাংসায় বসেন গ্রামবাসী। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি রয়েছে। গ্রাম্য বৈঠকের বিশালপুর গ্রামের আনোয়ারের ছেলে শুভকে বলে ভিকটিমকে থানায় নিয়ে যেতে হবে। বৈঠকে উপস্থিত সাধারণ মানুষ বাধা দিলে এএসআই জোবায়ের হোসেন জোর করে ভিকটিমকে নিয়ে যায়। সাথে কনস্টেবলদের ঘিরে ফেলে গ্রামবাসী। এক পর্যায়ে তারা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। রাতে গ্রামবাসী থানার সামনে এএসআই জোবায়ের হোসেনের অপসারণের দাবিতে বিক্ষোভ করতে থাকে। ওই মোহনপুর থানার ওসি এসে পরিস্থিতি শান্ত করে। মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, আইনি জটিলতা থাকায় থানা পুলিশ ভিকটিম মেয়েটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে। বিষয়টি নিয়ে গ্রামবাসীর সাথে পুলিশের সামান্য সমাস্য হয়েছিল। থানায় বসে সমাধান করা হয়েছে।
আপনার জেলার সংবাদ পড়তে