শেরপুরে শাহ্ মুতাসিম বিল্লাহ খুররম সড়কের ফলক উন্মচন

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ১৫ জানুয়ারী, ২০২৫, ০৬:৩১ পিএম
শেরপুরে শাহ্ মুতাসিম বিল্লাহ খুররম সড়কের ফলক উন্মচন

 শেরপুর পৌরসভার সৌন্দর্য বৃদ্ধি করণ কল্পে  প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যায়ে শাহ্ মুতাসিম বিল্লাহ খুররম সড়ক নামে একটি নান্দনিক ড্রেন, ফুটপাত, ইউনিব্লক সোল্ডার ও স্ট্রিট লাইট কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় এ কাজের ফলক উন্মান করেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। এ সময় শেরপুর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ তোফায়েল আহমেদ, নির্বাহী প্রকৌশলী দেওয়ান রেজাউল করিম, সহকারী প্রকৌশলী খোরশেদ আলম, সচিব মোহাম্মদ বজলুল করিম, বিএনপি নেতা আব্দুল আউয়াল চৌধুরী ও জামায়াত নেতা মাওলানা আব্দুল বাতেন, ঠিকাদারি প্রতিষ্ঠান সেলিম এন্ড ব্রাদার্স এর প্রতিনিধি আপেল মাহমুদসহ পৌরসভার বিভিন্নস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পৌরসভার  প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, পৌর শহরের প্রধান সড়কের কলেজ মোড় থেকে নতুন বাস টার্মিনাল পর্যন্ত প্রায় ৯শ  মিটার সড়কের দু'পাশে উন্নত ড্রেন, ফুটপাত, স্ট্রিট লাইট এবং রাস্তা থেকে ড্রেনের পার পর্যন্ত ইউনিব্লক শোল্ডার নির্মাণ করা হবে। এ কাজের প্রাক্কলন ব্যায় ধরা হয়েছে ৩ কোটি ৫৮ লাখ ৫৬ হাজার এবং চুক্তি মুল্য ধরা হয়েছে ৩ কোটি ১৩ লাখ  টাকা। কাজের সময় সীমা নির্ধারণ করা হয়েছে ৬ মাস। সড়কের নামকরণ করা হয়েছে শাহ্ মুতাসিম বিল্লাহ খুররম সড়ক। লোকাল গভর্মেন্ট কোভিড-১ রেসপন্স এন্ড রিকভারি  প্রজেক্ট (এল জি সি আর পি) এর অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। কাজটি সম্পন্ন করা হলে শেরপুর শহরের কলেজ মোড় থেকে নতুন বাস টার্মিনাল পর্যন্ত সড়কের দুপাশে সৌন্দর্য বৃদ্ধিসহ সাধারণ পথচারীর চলাচলের সুবিধা হবে বলে পৌর কর্তৃপক্ষ জানান।

আপনার জেলার সংবাদ পড়তে