আশাশুনি উপজেলার কুল্যার মোড়ের চা ব্যবসায়ী ও কুল্যা গ্রামের মৃত শেখ মোহর আলীর সেজে ছেলে শেখ নজরুল ইসলামের (৫৫) দাফন সম্পন্ন হয়েছে।
ব্যবসায়ী নজরুল ইসলাম দীর্ঘদিন অসুস্থতার কারনে চিকিৎসাধীন ছিলেন। বুধবার ভোর ৫ টায় কুল্যার মোড়স্থ নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)। এদিন বাদ জোহর কুল্যা দঃ পাড়া বায়তুল আমান জামে মসজিদ চত্বরে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাযার পূর্বে বক্তব্য রাখেন, কুল্যা ইউনিয়ন জামায়াত আমীর মাওঃ ইউসুফ আলী, ইউনিয়ন বিএনপি সভাপতি এড. খোরশেদ আলম ডালিম, আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসকে হাসান, গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি ডাঃ রফিক আহমেদ, বুধহাটা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক রেজাউল ইসলাম, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, মাওঃ রকিবুজ্জামান, ডাঃ আব্দুল হামিদ, ডাঃ ইমামুল ইসলাম, জামায়াতের যুব বিভাগ ওয়ার্ড সভাপতি রুবেল হোসেন, কুল্যার মোড় বাজার কমিটির সভাপতি এসকে রাজা প্রমুখ উপস্থিত ছিলেন। নামাজে জানাযায় ইমামতি করেন মাওঃ আব্দুল আলিম। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যু কালে তিনি স্ত্রী, ২পুত্র, ১কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।