প্রতাপনগরে মৎস্য ও ধান চাষে প্রতিবন্ধতা সৃষ্টির অভিযোগ

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ১৫ জানুয়ারী, ২০২৫, ০৮:৪৮ পিএম
প্রতাপনগরে মৎস্য ও ধান চাষে প্রতিবন্ধতা সৃষ্টির অভিযোগ

আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে মাছ ও ধান চাষে বৈদ্যুতিক সংযোগ নিয়ে অধিক সুবিধা পেতে বাধা প্রদানের অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

প্রতাপনগরের ফজর আলী গাইনের ছেলে ইদ্রিস আলী জানান, তিনি এলাকায় মৎস্য চাষের জন্য কা কার্যক্রম করে আসছেন। এতদিন বর্ষা মৌসুমের পানি ব্যবহার করে মাছ চাষ করেছি। পানি সুবিধা সহজ করে সারা বছর মাছ চাষের মাধ্যমে নিজে ও দেশের স্বার্থে অধিক মৎস্য উৎপাদনের লক্ষ্যে বিদ্যুৎ সুবিধা পেতে আমি বিদ্যুৎ বিভাগে আবেদন করি। বিদ্যুৎ বিভাগ প্রয়োজনীয় কার্যক্রম শেষে খুঁটি স্থাপন, তার টানানো ও ট্রান্সফরমা দিয়েছে। আমি মৎস্য চাষের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহন করেছি। কিন্তু স্থানীয় কিছু ব্যক্তি সরকারের উন্নয়ন কর্মকান্ডে বাধা সৃষ্টির মানসিকতায় আমার বিদ্যুৎ লাইন বন্ধ করতে উঠেপড়ে লেগেছে। এমনকি আঃ মান্নান নামে এক ব্যক্তি মিথ্যা অভিযোগ এনে বিদ্যুৎ অফিসে দরখাস্ত করেছে। তিনি বলেন, আঃ মান্নান স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রতাপনগরে হত্যাকান্ডের একটি মামলায় আসামী ছিলেন। তিনি চাননা এলাকার মানুষ মৎস্য চাষ করে এলাকার উন্নয়নের কাজে আসুক। তিনি বলেন, আমার পাশে আরও ধান চাষের জমি আছে। সেখানে ধান চাষের কাজে ব্যবহারের জন্য বিদ্যুৎ সংযোগ পেতে দুটি মিটারের আবেদন করেছি। অনুদোদনও হয়েছে। মৎস্য চাষ ও ধান চাষের জন্য বিদ্যুৎ সংযোগ দ্রুত পেতে পারি সে ব্যাপারে আমি কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানাচ্ছি।

আপনার জেলার সংবাদ পড়তে