শেরপুর সদরের বাজিতখিলার প্রতাবিয়ায় অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার (১৫ জানুয়ারি) দুপুরের দিকে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ওই এলাকার লোকজনরা মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধন শেষে তারা শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের কাছে এক স্মারকলিপি হস্তান্তর করেন। এসময় তিনি বলেন, অতিদ্রুত এই ইটভাটা উচ্ছেদের পদক্ষেপ নেবো। সেইসাথে এলাকায় স্থাপিত পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থীদের হারানো নির্মল পরিবেশ ফিরিয়ে আনব। উল্লেখ্য, শেরপুর সদরের বাজিতখিলার ঘনবসতিপূর্ণ প্রতাবিয়া গ্রাম। এই গ্রামের বেশিরভাগ লোক কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে থাকে। কিন্তু ২০২১ সালে মানিক মিয়া নামে এক ব্যক্তি তখনকার ইউনিয়নের চেয়ারম্যান আমির আলী সরকার, স্থানীয় ও জেলার কতিপয় আওয়ামীলীগের নেতৃবৃন্দের সহযোগিতায় এলাকায় একটি ইটভাটা গড়ে তুলেন। যদিও জেলা পরিবেশ অধিদপ্তরের তৎকালীন সহকারী পরিচালক মো. রাসেল নোমান পত্রের মাধ্যমে ইটভাটা নির্মাণ বন্ধ রাখার নির্দেশনা দেন। সেই সময় জেলা প্রশাসনের কার্যালয়েও লিখিত অভিযোগ করেন এলাকাবাসী। তবুও কাজ হয়নি। তবে জেলা প্রশাসক আজ দ্রুত ইটভাটাটি বন্ধের জন্য পদক্ষেপ নেয়ার কথা জানান এলাকাবাসীদের। এই ইটভাটাটির পাশেই পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান, একটি ইউনিয়ন পরিষদ, মসজিদ ও মাজার রয়েছে। এদিকে এখন এই ইটভাটা পরিচালনা করতে মানিক মিয়া আওয়ামী লীগের খোলস পাল্টে বিএনপির প্রভাবশালী দুই নেতার সঙ্গে আঁতাত করে চালুর চেষ্টা করছেন।