কাদেরের পালিত ছেলে গ্রেফতার

এফএনএস অনলাইন:
| আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম | প্রকাশ: ১৬ জানুয়ারী, ২০২৫, ১২:১৩ পিএম
কাদেরের পালিত ছেলে গ্রেফতার

বুধবার রাত দেড়টার দিকে রাজধানীর গুলশান থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পালিত ছেলে বলে পরিচয় দেয়া আসাদুজ্জামান হিরুকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে রাজধানীর বাড্ডা থানায় একটি হত্যা মামলায় রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার পুলিশের পরিদর্শক (তদন্ত) আরাফাতুল খান। 

তিনি বলেন, আসামিকে আজ আদালতে হাজির করা হবে এবং রিমান্ডের আবেদন করা হবে।

আসাদুজ্জামান হিরু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অর্থ জোগানদাতা ছিলেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছত্রছায়ায় থেকে অর্থ লোপাটেরও অভিযোগ আছে তার বিরুদ্ধে।

আপনার জেলার সংবাদ পড়তে