তাবলীগ জামাতের উভয়ের সংকট নিরসনে সংবাদ সম্মেলন

এফএনএস (কাজল বরণ দাস; পটুয়াখালী) :
| আপডেট: ১৬ জানুয়ারী, ২০২৫, ০১:২৮ পিএম | প্রকাশ: ১৬ জানুয়ারী, ২০২৫, ০১:২৭ পিএম
তাবলীগ জামাতের উভয়ের সংকট নিরসনে সংবাদ সম্মেলন

তাবলীগ জামাতে সাদপন্থি ও জুবায়ের পন্থিদের মধ্যে বৈষম্য নিরসন এবং চলমান সংকটের স্থায়ী সমাধানের দাবিতে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবে সচেতন ছাত্র সমাজের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ছাত্র সমাজের সায়মুজ্জামান সাকিব লিখিত বক্তব্যে বলেন, ইসলাম নিয়ে দেশে সাদ ও জুবায়ের পন্থিদের মধ্যে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে তা খুবই দুঃখজনক ঘটনা। তাই এই সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে সরকারকে অগ্রণী ভূমিকা পালনের দাবি জানান তারা। এছাড়াও সচেতন ছাত্র সমাজের পক্ষ থেকে ইনসাফ ও ন্যায়ভিত্তিক সমাধানের লক্ষ্যে সরকারের নিকট তিনদফা প্রস্তাবনা পেশ করেন। প্রস্তাবনা গুলো হলো, উভয় পক্ষ যেন তাদের সর্বোচ্চ মুরুব্বিদের নিয়ে যার যার মত কার্যক্রম পরিচালনা করতে পারে তা নিশ্চিত করা, কাকরাইল মসজিদ টুঙ্গির ইজতেমা ময়দান এবং দেশের প্রতিটি মসজিদে তাবলীগের আমলে সমতা নিশ্চিত করাসহ সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে উভয় পক্ষকে একে অপরের বিরুদ্ধে কোন ধরনের উস্কানিমূলক বক্তব্য এবং কার্যক্রম থেকে বিরত রাখতে হবে। এছাড়া ২০১৮ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত হত্যাকান্ডের বিচার বিভাগীয় নিরপেক্ষ তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এসময় সচেতন ছাত্র সমাজের আশরাফুল ইসলাম, নাসির খান, সিরাজুল ইসলাম, মুশফিকুর রহমান উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে