ভালুকায় পোষাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ

এফএনএস (মোঃ আলমগীর হোসেন; ভালুকা, ময়মনসিংহ) : | প্রকাশ: ১৬ জানুয়ারী, ২০২৫, ০৪:৪৩ পিএম
ভালুকায় পোষাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকার মাস্টারবাড়ী নামক স্থানে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এডামস ফ্যাশন নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা। পরে পুলিশ মহাসড়ক থেকে শ্রমিকদের সড়িয়ে দেয়। এতে শ্রমিকরা ক্ষোদ্ধ হয়ে কারখানা ভাংচুর করে। এসময় পুলিশ ও শ্রমিকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হলে পুলিশসহ কয়েকজন শ্রমিক আহত হয়। সড়কের দুই পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন যাত্রী সাধারন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের কাশর এলাকায় অবস্থিত এডামস ফ্যাশন নামের পোশাক কারখানায় প্রায় চারশতাধিক শ্রমিক কাজ করছে।  শ্রমিকদের দুই মাসের বেতন বকেয়া পড়েছে। শ্রমিকদের বকেয়া বেতন গত ১৫ জানুয়ারী দেয়ার কথা ছিলো। কিন্তু সেদিনের ডিউটি শেষে শ্রমিকরা জানতে পারেন ঘোষিত তারিখে বকেয়া বেতন দেয়া হবেনা। এতে, ক্ষুদ্ধ হয়ে শ্রমিকরা প্রথমে কারখানার সামনে বিক্ষোভ করেন। পরে,তারা বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মাস্টারবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে এসে অবস্থান নেয় এবং বিক্ষোভ করতে থাকে। এতে, মহাসড়কের দুই দিকে কয়েক কিলোমিটারের যানজট লেগে যায়। দুর্ভোগে পড়েন দূরপাল্লার যাত্রী সাধারণ। বিশেষ করে, নারী-শিশু ও বৃদ্ধরা। পরে, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদেরকে মহাসড়ক ছেড়ে যাওয়ার আহবান জানায়। কিন্তু শ্রমিকরা দাবি আদায়ে তাদের অবস্থানে অনড় থাকে। একপর্যায়ে পুলিশ কিছু বল প্রয়োগ শ্রমিকদেরকে মহাসড়ক থেকে সড়িয়ে দেয়। ওই ঘটনায় কয়েকজন শ্রমিক ও পুলিশ আহত হন। বিক্ষোদ্ধ শ্রমিকরা মহাসড়ক থেকে সড়ে গিয়ে কারখানার দরজা জানালার কাচ ভাংচুরের করে। আন্দোলনরত শ্রমিকরা জানান, গত নভেম্বর, ডিসেম্বর মাসের বেতন বকেয়া রয়েছে। দেই দিচ্ছি করে তাদের বেতন দেওয়া হচ্ছে না। বেতন না দেওয়া ঘরভাড়া পরিশোধসহ বাজার খরচ মেটাতে সমস্যা হচ্ছে।  বুধবার (১৫ জানুয়ারী) তাদের দুই মাসের বয়েয়া বেতন দেওয়া কথা ছিলো। কিন্ত বেতন না দেওয়ায় তারা বাধ্য হয়ে মহাসড়ক অবরোধ করছেন। ময়মনসিংহ শিল্পজোন ৫ এর পুলিশ সুপার (এসপি) আব্দুল্ল্যাহ আল মাহমুদ জানান, গত বুধবার (১৫ জানুয়ারী) এডামস কারখানার শ্রমিকদের বকেয়া বেতন দেয়ার কথা ছিলো। কিন্তু বেতন না  দেয়ায় শ্রমিকরা মহাসড়কে নেমে আসেন। পরে পুলিশ বাধ্য হয়ে কিছু বল প্রয়োগ করতে হচ্ছে। পরে যান চলাচল স্বাভাবিক হয়। 

আপনার জেলার সংবাদ পড়তে