রাজশাহী
নগরীতে সংঘবদ্ধ চোর চক্রের চার
সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে চোরাই
মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার
বিকেলে নগরীর মতিহার থানা-পুলিশ অভিযান
চালিয়ে তাদের গ্রেপ্তার করে। একটি চুরির
ঘটনা তদন্তে চক্রটির খোঁজ মেলে। বৃহস্পতিবার
(১৬ জানুয়ারি) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে
এ তথ্য নিশ্চিত করা
হয়েছে। গ্রেপ্তার চারজন হলেন- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাঙ্গনপুর গ্রামের জাহিদ হাসান (২২), তার স্ত্রী
সন্ধ্যা খাতুন (১৯), মির্জাপুর গ্রামের
ইমতিয়াজ হোসেন মাহির ওরফে ছোট (১৯)। রাজশাহীর এয়ারপোর্ট
থানা এলাকার বাসিন্দা শাকিল হোসেন (২৬)। আরএমপির
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত
২৩ ডিসেম্বর ছালেহুর রহমান নামের এক ব্যক্তি গ্রামের
বাড়িতে গেলে নগরের মতিহার
থানার বামনশিকড় এলাকার ভাড়া বাসায় দুর্ধর্ষ
চুরির ঘটনা ঘটে। চোরেরা
বাসার তালা ভেঙে ফ্রিজ
ও গ্যাসের চুলাসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে
যায়। এ ঘটনাটি মতিহার
থানা পুলিশকে অবহিত করেন ছালেহুর। তদন্তে
নেমে পুলিশ এ চক্রটির সন্ধান
পায়। পরে বুধবার বিকেলে
নগরের পশ্চিম বুধপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার
করা হয়। এদের কাছ
থেকে একটি চোরাই ফ্রিজ,
চারটি গ্যাসের চুলা, দুটি সিলিন্ডার, দুটি
বাইসাইকেল, একটি ভ্যানসহ বাড়িতে
ব্যবহৃত নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র উদ্ধার হয়। পুলিশ বলছে,
এরা দুর্ধর্ষ চোর। আসামি জাহিদ
ও শাকিলের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সেই
মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো
হয়েছে।