বকশীগঞ্জে নববধূর মরদেহ উদ্ধার

এফএনএস (সরকার আবদুর রাজ্জাক; বকশীগঞ্জ, জামালপুর) :
| আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম | প্রকাশ: ১৬ জানুয়ারী, ২০২৫, ০৫:০৬ পিএম
বকশীগঞ্জে নববধূর মরদেহ উদ্ধার

জামালপুরের বকশীগঞ্জে বিয়ের ১৮ দিন পরই আয়শা আক্তার (১৮) নামে এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এলাকা বাসী সূত্রে জানা গেছে গত, ১৮ দিন আগে বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের নামাপাড়া গ্রামের ফরিদ মিয়ার ছেলে জাহীনুর ইসলামের সঙ্গে দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের বাঘারচর গ্রামের ছামেদ আলীর মেয়ে আয়শা আক্তারের বিয়ে হয়। এখনও ওই নববধূর মেহেদীর রং ও সিথিঁর সিঁদুর শুকায়নি। পুরোদমে শুরুই হয়নি সংসার ধর্ম। বিয়ের মাত্র ১৮ দিনের মাথায় স্বামীর সংসার ছেড়ে চির দিনের জন্য  না ফেরার দেশে চলে যেতে হলো ওই নববধূর। ১৬ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে পুত্র বধূ  আয়শা আক্তারকে ঘরের মেঝেতে অজ্ঞান অবস্থায় পরে থাকতে দেখে শ্বাশুড়ি জাহানারা বেগম। এ সময় নিহত নববধূর স্বামী বাড়ীতে না থাকায় শ্বাশুড়ি নিজেই পুত্র বধূকে চিকিৎসার জন্য  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আজিজুল হক জানান আয়শা  বেগমের কানে ও গলায় ক্ষতের চিহ্ন পরিলক্ষিত হয়েছে। পুলিশ ওই নববধূর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরনের প্রস্তুতি সম্পুর্ন করেছে। বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, নববধূর রহস্যজনক মৃত্যুর ঘটনাটি নিবিড়ভাবে  তদন্ত করা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য শ্বাশুড়ি জাহানারা বেগম কে থানা হেফাজতে রাখা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে