শেরপুরে ফেনসিডিলসহ আটক শ্রমিকদল নেতা বহিষ্কার

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ১৬ জানুয়ারী, ২০২৫, ০৭:২২ পিএম
শেরপুরে ফেনসিডিলসহ আটক শ্রমিকদল নেতা বহিষ্কার

শেরপুরের শ্রীবরদী উপজেলা শ্রমিক দলের যুগ্ম-সম্পাদক হাবিবুর রহমান হাবিবকে মাদক কারবারের সাথে সম্পৃক্ততার অভিযোগে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) রাতে শ্রমিক দল শেরপুর জেলা শাখার সভাপতি শওকত হোসেন ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম জুনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ আদেশ দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করা এবং অসৌজন্যমূলক আচরণের সুনির্দিষ্ট অভিযোগ থাকায় হাবিবুর রহমান হাবিবকে যুগ্ম-সম্পাদক পদ থেকে সাময়িক বহিষ্কার করা হলো। বহিষ্কৃত নেতার কোন অপকর্মের দায় দল নেবে না। জানা গেছে, বুধবার বিকেলে বকশীগঞ্জের কামালপুর সীমান্তে বিজিবি’র হাতে ফেনসিডিলসহ আটক হন হাবিবুর রহমান হাবিব। পরে বকশিগঞ্জ থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশে হস্তান্তর করে বিজিবি। হাবিব বর্তমানে জামালপুর কারাগারে আছেন।

আপনার জেলার সংবাদ পড়তে