সরকারী পুকুর দখল করে বালুদিয়ে ভরারট করার অভিযোগ

এফএনএস (এস এম ওমর আলী সানি; আগৈলঝাড়া, বরিশাল) : | প্রকাশ: ১৭ জানুয়ারী, ২০২৫, ০৪:৩২ পিএম
সরকারী পুকুর দখল করে বালুদিয়ে ভরারট করার অভিযোগ

বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার পয়সাহাটের দুইশত বছরের পুরাতন সরকারী পুকুরটি দখল করে বালুদিয়ে ১৫ জানুয়ারি থেকে ভরারট করছে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ফিরোজ সিকদার, বাকাল ইউনিয়ন পরিষদ ৯নং ওয়ার্ডের সদস্য মো.হেমায়েত উদ্দিন শিকদার ও বাকাল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জামায়াতে ইসলামী সেক্রেটারী মো. রফিকুল ইসলাম রোমেন ওরফে রুবেল সিকদার। তাদের বিরুদ্ধে স্থানীয়রা ১৬ জানুয়ারি উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছে। ইউএনও বলেছে, বিষয়টির সত্যতা পেলে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পয়সাহাটের একটি বানিজ্যিক বন্দর। এই বন্দ মধ্যখানে দুইশত বছরের পুরাতন একটি সরকারী পুকুর রয়েছে। ওই পুকুরটি উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ফিরোজ সিকদার, বাকাল ইউনিয়ন পরিষদ ৯নং ওয়ার্ডের সদস্য মো.হেমায়েত উদ্দিন শিকদার ও বাকাল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জামায়াতে ইসলামী সেক্রেটারী মো.রফিকুল ইসলাম রোমেন মিলে দখল করে ওই পুকুরটি ১৫ জানুয়ারি থেকে বালু দিয়ে ভরাট করে আসছে। এছাড়ও প্রায় ৫বছর পূর্বে  তারা পুকুরে একটি অংশ দখল করে ভরাট করে দোকানঘর নির্মাণ করে ভাড়া দিয়েছে বলে জানা গেছে। জনগণেরপক্ষে অভিযোগকারী মো.হান্নানশেখ সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন ধরে বাজার পরিচালনায় কোন কার্যকরী কমিটি নেই। কমিটি না থাকার সুযোগে মো.রফিকুল ইসলাম রোমেন , হেমায়েত উদ্দিন শিকদার ও ফিরোজ শিকদার মিলে পয়সারহাটের সরকারী পুকুর বালু দিয়ে ভরাট করে আসছে দখলের জন্য। আওয়ামীলীগ সরকারে সময় তারা প্রভাব খাঁটিয়ে অবৈধভাবে পকুরে একটি আংশ ভরাটকরে তিনটি ঘর উত্তোলন করে ভাড়া দিয়েছে। স্থানীয় আব্দুর রব শেখ (৭৫) ও দেলোয়ার শেখ(৬০) জানান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের  নেতা ফিরোজ শিকদার, ইউপি সদস্য হেমায়েত উদ্দিন সিকদার ও রফিকুল ইসলাম রোমেন মিলে পুকুরটি বালুদিয়ে ভরাট করে আসছে। এর পূর্বেও কিছু অংশ ভরাট করে তারা দোকানঘর নির্মাণ করছে। তারা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পাচ্ছে না। এরা সুচতুর যে রাজনৈতিক দল ক্ষমতায় থাকে সেই দলের ছত্রছয়ায় তার বিভিন্ন অপকর্ম করে থাকে। এব্যাপারে বাকাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও পয়সারহাট বন্দর কমিটির সভাপতি বিপুল দাস বলেন, সরকারী পুকুর ভরাট করলে প্রশাসনকে নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এব্যাপারে অভিযুক্ত উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. ফিরোজ শিকদার সাংবাদিদের বলেন, আমি পুকুর ভরাট কাজের সাথে জড়িত নই। রুবেল নামে এক ব্যক্তি পুকুর ভরাট করার কথা শুনেছি।  অভিযুক্ত হেমায়েত উদ্দিন শিকদার বলেন, আমি ওই পুকুরে বালু ভরাট করি না। আমার বিরুদ্ধে মিথ্যা আভিযোগ দিয়েছে। অভিযুক্ত বাকাল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জামায়াতে ইসলামী সেক্রেটারী মো.রফিকুল ইসলাম রোমেন বলেন, সরকারের কাছ থেকে আমি ও ফিরোজ শিকদার দোকানকরার জন্য দুটি দোকানের জায়গা চান্দিনা ভিটির জন্য বরাদ্দনিয়ে দোকান তৈরিকরে ভাড়া দিয়েছি। দোকানের মালা মাল রাখতে সমস্যা হয় তাই আমি কিছু বালি ফেলেছি। আমি দখলের জন্য বালু ফেলে ভরাট করি নাই। বালু ফেললে ঝামেলা হবে আমি বুঝতে পারি নাই। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারিহা তানজিন বলেন, আমি লিখিত অভিযোগ পেয়ে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়াকে বিষয়টি তদন্তে জন্য পঠিয়েছি। অনুমতি ছাড়া সরকারি পুকুর ভরাট করা অপরাধ। ঘটনার সত্যতা পেলে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে