রাসুল (স.) কে কটুক্তিকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ

এফএনএস (মাহবুব খান বাবুল; সরাইল, ব্রাহ্মণবাড়িয়া) :
| আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম | প্রকাশ: ১৭ জানুয়ারী, ২০২৫, ০৪:৪৭ পিএম
রাসুল (স.) কে কটুক্তিকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রিয় নবী হযরত মুহাম্মদ মোস্তফা (স.) কে নিয়ে ফেসবুকে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুমআ উপজেলার কালিকচ্ছ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিভিন্ন এলাকা থেকে আসা মুসল্লিদের অংশ গ্রহণে বিক্ষোভ সভায় নবী (স.) কে অবমাননাকারী মনিরবাগের সুভাষ দাস ও সুমন দাসের ফাঁসির দাবি জানিয়েছেন বক্তারা। প্রয়োজনে আইন সংশোধন করে হলেও ওই দুই অপরাধীর সর্বোচ্চ বিচারের দাবী ওঠেছে সর্বত্র। স্থানীয় একাধিক সূত্র জানায়, গত প্রায় এক মাস পূর্বে ঝশ ঝড়সধহ ঠযর পূর্বে নামক একটি ফেসবুক আইডি থেকে কালিকচ্ছ মনিরবাগ এলাকার বাসিন্দা সুমন দাস নবী করিম (স.) এর বিরূদ্ধে অবমাননাকর পোষ্ট দেন। লেখাটি ছড়িয়ে পড়ার সাথে সাথে উত্তেজিত ও ক্ষিপ্ত হয়ে ওঠেন ধর্মপ্রাণ মুসলমানরা। পরিস্থিতি উত্তপ্ত হতে থাকলে তড়িত ব্যবস্থা গ্রহণে এগিয়ে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসেন ও সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল হাসান। তারা দ্রƒত অভিযান চালিয়ে সুভাষ দাস ও সুমন দাসকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেন। বর্তমানে ওই দুই আসামী কারাগারে রয়েছে। রাসুল (স.) কে নিয়ে কটুক্তিকারী কারাগারে থাকা ওই দুই আসামীর ফাঁসির দাবিতে গতকাল বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন স্থানীয় মুসলমানরা। হাফেজ ইদ্রিসের সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- নোয়াগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মাসুক মিয়া, মুফতি বশির উল্লাহ, কালিকচ্ছ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মোহাম্মদ ইউসুফ আকরামসহ অনেকে। বক্তারা বলেন, প্রয়োজনে আইন সংশোধন বা পরিবর্তন করে হলেও ওই দুই কুলাঙ্গারের সর্বোচ্চ শাস্তি ফাঁসির আদেশ বাস্তবায়ন দেখে মরতে চাই। 

আপনার জেলার সংবাদ পড়তে