সিরাজদিখানে মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

এফএনএস (কে. এন. ইসলাম বাবুল; সিরাজদিখান, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ১৭ জানুয়ারী, ২০২৫, ০৫:৪৯ পিএম
সিরাজদিখানে মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ফেগুনাসার-নগর “বাইতুল জান্নাত জামে মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন মুন্সীগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা।শুক্রবার বেলা ১১ টার দিকে উপজেলার মালখানগর ইউনিয়নের ফেগুনাসার গ্রামে প্রধান অতিথি হিসেবে বাইতুল জান্নাত জামে মসজিদদের এই ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন তিনি। এ সময় বায়তুল জান্নাত জামে মসজিদের সভাপতি জয়নাল আবেদীন মোল্লার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, শ্রীনগর উপজেলার বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মমিন আলী, সিরাজদিখান থানার বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক খান, মসজিদ কমিটির সহ-সভাপতি  লেখক হাজী সামসুল হক। সিরাজদিখান থানা যুবদলের সাবেক সভাপতি মো. ইকবাল হোসেনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন মালখানগর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন মোল্লা, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন রোমান, কমিটির যুগ্ম সম্পাদক জাফর ইকবাল সোহেল প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে