দোয়ারাবাজার সীমান্তে রসুন পাচারের চেষ্টাকালে গ্রেফতার ২

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম; দুয়ারাবাজার, সুনামগঞ্জ) : : | প্রকাশ: ১৭ জানুয়ারী, ২০২৫, ০৭:২৫ পিএম
দোয়ারাবাজার সীমান্তে রসুন পাচারের চেষ্টাকালে গ্রেফতার ২

সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার পুলিশের বিশেষ অভিযানে ১৪৬ বস্তা রসুনসহ দুই চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন সিলেটের এয়ারপোর্ট থানার কান্দিরপথ এলাকার আনু মিয়া (২৭) এবং গোয়াইনঘাট থানার লাবু এলাকার নুরুজ্জামান (২১)। প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত সোয়া ১০টার দিকে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের জনৈক নিজাম উদ্দিনের মালিকানাধীন বাগানবাড়ীর পূর্বে কাঁচা রাস্তার উপর অভিযান চালিয়ে ভারতে পাচারের সময় দুই চোরাকারবারীকে গ্রেফতার ও রসুন বোঝাই পিকআপ গাড়ী এবং গাড়ীর ভিতরে থাকা ২,৫৫৫ কেজি (১৪৬ বস্তা) রসুন জব্দ করা হয়।জব্দকৃত রসুনের আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ লক্ষ ১১ হাজার টাকা। দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: জাহিদুল হক সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ব্যক্তিরা চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে রসুন ভারতে পাচারের চেষ্টা করছিল। তবে তারা বৈধ রপ্তানি সংক্রান্ত কোনো কাগজপত্র প্রদর্শন করতে পারেনি। এ ঘটনায় দোয়ারাবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে