দেবহাটায় অসহায় শীতার্তদেরকে কম্বল বিতরন

এফএনএস (আর.কে.বাপ্পা; দেবহাটা, সাতক্ষীরা) : | প্রকাশ: ১৮ জানুয়ারী, ২০২৫, ০১:৫৮ পিএম
দেবহাটায় অসহায় শীতার্তদেরকে কম্বল বিতরন

দেবহাটার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন ফেয়ার মিশনের আয়োজনে শনিবার ১৮ জানুয়ারী অনুষ্ঠিত হয়েছে অসহায়, দুঃস্থ শীতার্ত মানুষদেরকে শীতবস্ত্র বিতরন ২০২৫ ইং। প্রতিবছর ফেয়ার মিশনের আয়োজনে এই কম্বল বিতরন অনুষ্ঠিত হয়। পারুলিয়া কম্পিউটার হোম এন্ড চাইল্ড স্কুলে ৫শতের অধিক অসহায় শীতার্ত মানুষদেরকে এই শীতার্ত মানুষদেরকে শীতের প্রকোপ থেকে রক্ষা করতে এই সমাজসেবামূলক কার্যক্রমের অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেয়ার মিশনের পরিচালক সাংবাদিক আব্দুল কাদের মহিউদ্দিন। ফেয়ার মিশনের প্রচার সম্পাদক আমিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা থানার অফিসার ইনচার্জ হযরত আলী, উপজেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা অলিউল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু ও দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ইলিয়াস হোসেন, ফেয়ার মিশনের সভাপতি হাবিবুল বাশার, সাধারন সম্পাদক আবু রায়হান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিমসহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা ফেয়ার মিশনের এই মানবিক কাজের জন্য ধন্যবাদ জানিয়ে সকল কাজে তাদের সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে ফেয়ার মিশনের ৩৬ টি শাখা ইউনিটের সদস্যবৃন্দ সুশৃঙ্খলভাবে সকলের মধ্যে কম্বল বিতরন সম্পন্ন করেন।

আপনার জেলার সংবাদ পড়তে