“গরীব-দু:খীর সাহায্য কর,মানব কল্যান ফাউন্ডেশন গড়”এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সুবিধাবঞ্চিত শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া মানব কল্যান ফাউন্ডেশনের উদ্যোগে খাগালিয়া নতুন বাজার প্রাঙ্গণে সমাজের সুবিধাবঞ্চিত শীতার্ত শতাধিক অসহায় দরিদ্র মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। মানব কল্যান ফাউন্ডেশনের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে মানব কল্যান ফাউন্ডেশনের পরিচালক মো: আরেফিন সজিবের সঞ্চালনায় স্বপ্নের যাত্রা মানব কল্যান সংগঠনের সভাপতি সায়মন ওবায়েদ শাকিল,রক্তের বন্ধন চাতলপাড়ের সাধারণ সম্পাদক মো: কাউসার হোসাইন,মানব কল্যান ফাউন্ডেশনের উপদেষ্ঠা রাম প্রসাধ দাস, অর্থ সম্পাদক মো: আহিল রোহান,সদস্য জুলহাস মিয়া, মাওলানা জাকির হোসাইন,মেহেদী হাসান মো: আশিকুর ইসলামসহ খাগালিয়া মানব কল্যান ফাউন্ডেশনের সদস্যরা ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় খাগালিয়া মানব কল্যান ফাউন্ডেশনের সভাপতি আনোয়ার হোসেন জানান খাগালিয়া মানব কল্যান ফাউন্ডেশন জনসেবামূলক কাজ করে থাকে। অসহায় ও গরীব মানষের চিকিৎসা,শিক্ষার্থীদের বিভিন্ন সহযোগিতা ছাড়াও ত্রাণ বিতরণসহ জনসেবামূলক কাজ করছে। শীত উপলক্ষে আমাদের মানব কল্যান ফাউন্ডেশনের পক্ষ থেকে সামান্য কিছু সহায়তা নিয়ে অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছি। আশা করি অন্যান্যরাও অসহায় শীতার্ত মানুষের পাশে এগিয়ে আসবেন।