রাজশাহীর
ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বাংলাদেশ জামায়াতে
ইসলামীর জেলা ও মহানগরের
কর্মী সম্মেলন উদ্বোধন করেন বৈষম্যবিরোধী ছাত্র
আন্দোলনের রাজশাহীর শহীদ সাকিব আনজুমের
বাবা সাইদুল হক। শনিবার (১৮
জানুয়ারি) সকাল সোয়া ৯
টায় মঞ্চে বক্তব্য দিতে গিয়ে তিনি
কান্নায় ভেঙে পড়েন। তিনি
বলেন ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে বিদায় করতে গিয়ে আমার
কলিজার টুকরা সাকিব আনজুম শহীদ হয়েছে। আমি
একজন গর্বিত পিতা। আমার সাকিবের মতো
হাজারও ছাত্র-জনতা যে স্বপ্ন
নিয়ে দেশের জন্য জীবন দিয়েছে,
সেই স্বপ্ন পূরণ করতে হবে।
এক্ষেত্রে কোনোভাবেই ব্যর্থ হওয়া যাবে না।
সাকিব আনজুম রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছিলেন। গত ৫ আগস্ট
রাজশাহী নগরীর শাহমখদুম কলেজের কাছে তিনি গুলিবিদ্ধ
হন। পরে ওই এলাকার
একটি বাসায় তিনি মারা যান।
তাকে হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। এর কিছুক্ষণ পরই
আওয়ামী সরকারের পতন ঘটে। শনিবার
রাজশাহী জেলা ও মহানগর
জামায়াতের কর্মী সম্মেলনে সাকিব আনজুমের বাবাকে উদ্বোধক করা হয়েছিল। তিনি
রাজশাহীর আরডিএ মার্কেটের একজন ব্যবসায়ী। রাজশাহী
মহানগর জামায়াতের আমির ড. মো.
কেরামত আলীর সভাপতিত্বে প্রধান
অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে
ইসলামীর আমির ডা. শফিকুর
রহমান। দীর্ঘ ১৫ বছর পর
রাজশাহীতে বড় পরিসরে জামায়াতের
এমন কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে উচ্ছ্বসিত ছিলেন
নেতাকর্মীরা। সকাল থেকেই খণ্ড
খণ্ড মিছিল নিয়ে জামায়াতে ইসলামী
ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাদ্রাসা মাঠে প্রবেশ করেন।
সম্মেলন শুরুর আগেই পরিপূর্ণ হয়ে
যায় মাদ্রাসা মাঠ।