ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় অবৈধ যানের ছড়াছড়ি অহরহ দুর্ঘটনা। পাশাপাশি চালক অদক্ষ হওয়ায় এসব যানের কারণে দুর্ঘটনা বাড়ছে। উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সূত্রেগুলো বলছে ফুলবাড়ীয়ায় বৈধ অবৈধ মিলিয়ে ৩৩টি ভাটা রয়েছে। ইটভাটার ট্রলি ট্রক্টর বা পাওয়ার টিলার চালিত যান। এই যান দিয়ে সাধারণত ইটভাটার ইট বা মাটি পরিবহন করা হয়। অথচ ট্রক্টর ও পাওয়ার টিলার দুইটি মাঠে কৃষিকাজের জন্য অনুমোদিত সড়ক মহাসড়কে পণ্য বা অন্যান্য সামগ্রী বহনের অনুমতি নেই। মাটি বহনের সময় তা রাস্তায় পড়ছে। কুয়াশা পড়ে সামান্য বৃষ্টিতেই কাদামাটিতে রাস্তা চলাচলের অযোগ্য হয়ে দুর্ঘটনা ঘটে। গড়ে প্রতিটি ভাটায় ১০টি করে এমন যান রয়েছে এছাড়াও রয়েছে ব্যাক্তি মালিকানাধীন। সেই হিসাবে উপজেলার সড়ক মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে ৪/৫ শতাধিকেরও বেশি ট্রলি,ড্রাম ট্রাক লরি পাওয়ার টিলার নসিমন। সড়কে দুর্ঘটনা ঘটছে বিশ্লেষন করে দেখা যায় এর বেশির ভাগেরই কারণ অবৈধ যান। উপজেলার সচেতন মানুষ বলেন, প্রতিটি দুর্ঘটনার জন্য অবৈধ যানবাহন দায়ী। বৈধভাবে যানবাহন চালাতে গাড়ির নিবন্ধন, বিমা, রুট পারমিট ও ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যক। অথচ এসব অবৈধ গাড়ির কাগজপত্র ছাড়াই চলছে। চালকদের ও ন্যূনতম প্রশিক্ষণ নেই। ফুলবাড়ীয়ায় অবৈধ ভটভটির সংখ্যা কত, সে বিষয়ে উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কারও কাছে কোনো তথ্য নেই। তবে উপজেলার সড়কগুলোতে এ ধরনের যানের কারণে এখন পা ফেলাই দায়। হাট বাজারগুলোতে শয়ে শয়ে এই যান দেখা যায়। স্থানীয় প্রশাসনের কোন পদক্ষেপ নাথাকায় অবৈধ এই যানগুলো দাপিয়ে বেড়াচ্ছে। ফুলবাড়ীয়া থানা (ওসি) রুকনুজ্জামান বলেন, সড়ক নিরাপত্তার জন্য এসব অবৈধ যানের চলাচলে প্রতিরোধ করা জরুরি। এ জন্য শিগগিরই উপজেলা প্রশাসনের সহযোগিতা চাইবেন তাঁরা। উপজেলা নির্বহী অফিসার বলেন,সদ্য যোগদান করেছি, এসিল্যান্ড নেই কয়েক দিনের মধ্যেই যোগদান করবে। যোগদানের পর অবৈধ যান এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।