যশোরের চৌগাছায় তৈমুর রহমান (২৫) নামের নামের এক যুবককে হাত পায়ের রগ কেটে হত্যা চেষ্টা করেছে সন্ত্রাসীরা। আহত তৈমুর যশোর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। তৈমুর উপজেলার হাকিমপুর ইউনিয়নের মাঠচাকলা গ্রামের জামাত আলীর ছেলে। শুক্রবার (১৭ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার চৌগাছা-কোটচাঁদপুর সড়কের নিমতলা বাজারে এ ঘটনা ঘটে। আহত তৈমুর রহমানের স্ত্রী রানু বেগম জানান, চাকরি সুবাদে তারা গোপালগঞ্জে থাকেন। তারা কয়েকদিন আগে গ্রামে বেড়াতে এসেছেন। শুক্রবার রাত ৮টার দিকে তৈমুর নিমতলা বাজারের একটি দোকানে বসে চা পান করছিলেন। এসময় কয়েকজন সন্ত্রাসী মোটরসাইকেলে এসে অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। একপর্যায়ে তার হাত ও পায়ের রগ কেটে হত্যার চেষ্টা চালায়। তিনি আরও জানান, সন্ত্রাসীরা চলে গেলে স্থানীয়রা তৈমুরকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে যশোর যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাকিবুল ইসলাম জানান, গুরুতর অবস্থায় তৈমুরকে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, আমরা মৌখিকভাবে জানতে পেরে পুলিশের একটি টিম সেখানে গিয়ে ঘটনা সম্পর্কে তদন্ত শুরু করেছে।