পুঠিয়ায় অনলাইন জুয়া খেলায় যুবকরা মেতে উঠেছে

কে এম রেজা; পুঠিয়া, রাজশাহী | প্রকাশ: ২০ জানুয়ারী, ২০২৫, ০১:০৭ পিএম
পুঠিয়ায় অনলাইন জুয়া খেলায় যুবকরা মেতে উঠেছে
রাজশাহীর পুঠিয়ায় দশজন যুবক মোবাইলের অ্যাপসের মাধ্যমে অনলাইন জুয়া খেলে লাখ লাখ টাকা আয় করা দেখে। উপজেলার গ্রামঞ্চলে এবং সদরের অলিতে গলিতে অনলাইন জুয়া খেলায় যুবকরা মেতে উঠেছে। অনলাইন জুয়া খেলার নেশায় পরে যুবকরা মাদক কারবারির দিকে ঝুঁকে পড়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কোনোরকম তৎপরতা না থাকায়। বর্তমানে উপজেলায় মুঠোফোন অ্যাপসের মাধ্যমে অনলাইন জুয়া খেলা চলছে। ১০ হতে ১২টি অ্যাপসে সবচেয়ে বেশি জুয়া খেলা হয়ে থাকে। তবে বেশিভাগ যুবসমাজ আসক্ত হয়েছে ওয়ানএক্সবেট অ্যাপে। সহজে প্রচুর টাকা উপার্জনের লোভে পরে অনেক যুবকরা কৌতূহলে খেলা শুরু করে পরে নেশায় পরিণত হয়। দেখা গেছে,অনলাইন গেমসের লোভনীয় ফাঁদে পরেছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা বেশি। পুঠিয়া সদরের রাজবাড়ী বাজার এলাকার ১০ জন গেমসের টাকা লোড করার বড় এজেন্ট রয়েছে। এদের আবার ২০/ ২৫টির অধিক সাব-এজেন্টের মাধ্যমে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার অবৈধ অনলাইন ব্যবসা করছে। এদের ভিতরে কয়েকজন আবার দামি দামি বাইক নিয়ে মাদক কারবারিদের সঙ্গে ঘুরতে দেখা যায়। যুবকরা জুয়া খেলে নিঃস্ব এবং খেলার নেশার টাকা সংগ্রহ করার জন্য মাদক কেনাবেচা করার করতে বাধ্য হচ্ছে। যুবকরা নিজের পরিবারের নিকটে খারাপ আচার করার একাধিক অভিযোগ উঠেছে। পুঠিয়া বাজারের সিয়াম হোসেন বলেন, কিছু যুবকদের টাকা আয় করা দেখে অন্য যুবকদের মাঝে অনলাইন জুয়া খেলার উৎসাহ জন্ম হচ্ছে। উপজেলার কৃষ্ণপুর দুদুরমোড় ঝলমলিয়া নিমতলা ধোপাপাড়া বানেশ্বর বিড়ালদহ পুঠিয়া বাসস্ট্যান্ড কাঁঠাবাড়িয়ার ঢাকাপাড়া ফায়ারস্টেশন সংলগ্ন সরদার পাড়া কাঠের আড়ৎ,বারইপাড়া খাঁপাড়াসহ গ্রামঞ্চলে এবং সদরের অলিতে গলিতে দিন/রাত জুয়া খেলা চলছে। পুঠিয়া রাজবাড়ি বাজারের জুয়া খেলার এজেন্টরা,মাহমুদুল হাসান বাবু,রানা,শুভ,ডন,আলঙ্গীর,হ্নদয়,হানিফ, রসরাজ হলদারের নাতি অজয়,ধোপাপাড়ারা সোহেল। পুঠিয়ার সীমান্তবর্তী চারঘাট উপজেলার বালাদিয়াড় গ্রামের মাদক সম্রাট বিপুল চৌকিদার এই অনলাইন জুয়া খেলে অনেক পরিবার নিঃস্ব হয়ে পথে বসতে চলছে। শিলমাড়িয়া ইউনিয়নের মোল্লাপাড়া বাজারে ১৬ বছরের এক শিশু অনলাইন জুয়ায় টাকা হারার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বানেশ্বর তাতারপুর এলাকায় বেসরকারি সমিতি থেকে কিস্তির টাকা তুলে একদিনে সবটাকা খোয়া যাওয়ায় আত্মহত্যা করেছে। রাজবাড়ি বাজার এলাকার জমসেদ আলি বলেন, জুয়ার কারণে উপজেলার বিভিন্ন প্রান্তে প্রতিনিয়ত চুরি ছিনতাই মাদক ব্যবসাসহ নানান ধরনের অপরাধ হচ্ছে। তারপর বর্তমানে মাদক কারবারিদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে পরেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক (ওয়ানএক্সবেড) অ্যাপস এর গ্যাম্বলিং মাস্টার এজেন্ট বলেন, পাঁচানি রাজবাড়ী বাজার এলাকার জালাল মুন্সির ছেলে মাহমুদুল হাসান (বাবু) সর্বপ্রথম পুঠিয়াতে গ্যাম্বলিং মাস্টার এজেন্ট হয়। সে বর্তমানে কোটিপতি ব্যক্তি। তাকে দেখে এই এলাকায় জুয়ার অনলাইন ব্যবসা শুরু হয়েছে। এ ব্যাপারে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, আমার নিকটে কেউ অভিযোগ নিয়ে আসেননি। আমরা ইতোমধ্যে অনলাইন জুয়ার বিষয়ে কাজ শুরু করে দিয়েছি। অনলাইন জুয়ার তথ্য-উপাত্ত সংগ্রহ করছি।
আপনার জেলার সংবাদ পড়তে