মরহুম আব্দুল হামিদ স্মৃতি ঘোড়াদৌড় প্রতিযোগিতা গতকাল অনুষ্ঠিত হয়েছে । প্রতিযোগিতাটি ডাকুনী নারায়নপুর, বেড়া মালঞ্চ ও মির্জাপুর গ্রামে যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত হয়।। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী সানোয়ার হোসেন দিপু। প্রথম পুরস্কার হিসেবে রেফ্রিজারেটর, দ্বিতীয় পুরস্কার হিসেবে বাই-সাইকেল এবং তৃতীয় পুরস্কার হিসেবে এলইডি টিভি দেওয়া হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী নওগাঁর ধামইরহাট উপজেলার হালিমার ঘোড়া, দ্বিতীয় স্থান অধিকারী কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার চুমুর মিয়ার ঘোড়া এবং তৃতীয় স্থান অধিকারী ভূরুঙ্গামারীর জাকারিয়ার ঘোড়া। এ সময় প্রধান অতিথি সানোয়ার হোসেন দিপু বলেন, ‘এ ধরনের ঐতিহ্যবাহী খেলা যুব সমাজের মধ্যে ভালো প্রভাব ফেলবে এবং মাদক থেকে তাদের দুরে রাখবে।’ প্রতিযোগিতায় অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রুহুল আমিন খন্দকার, সভাপতি লিখন মিয়া মেম্বার, সহ-সভাপতি মিজানুর রহমান আ্গংুর, সাধারণ সম্পাদক ওমর ফারুক সরকার, নওশাদ আমিন রুমন, আব্দুল করিম শেখ প্রমুখ। এতে মোট ৩২টি ঘোড়া অংশগ্রহণ করে।