মণিরামপুরে অবসরপ্রাপ্ত ১৫ শিক্ষক-কর্মচারীকে সংবর্ধনা

এফএনএস (জি. এম ফারুক আলম; মণিরামপুর, যশোর) : | প্রকাশ: ২০ জানুয়ারী, ২০২৫, ০৮:০২ পিএম
মণিরামপুরে অবসরপ্রাপ্ত ১৫ শিক্ষক-কর্মচারীকে সংবর্ধনা

যশোরের মণিরামপুরে অবসরপ্রাপ্ত ১৩ গুণী শিক্ষক ও দুই কর্মচারীকে সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার মণিরামপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে এই সংবর্ধনা প্রদান করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বরাকত মোঃ ফকরুদ্দিনের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক প্রণয় কুমার বিশ্বাসের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংবর্ধিত শিক্ষক কামরুল হাসান, তপন কুমার দাস, পরিমল কুমার বিশ্বাস, সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তছিরুদ্দিন, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম তালুকদার প্রমূখ। সংবর্ধিত শিক্ষকরা হলেন কামরুল হাসান, কে এম শামছুর রহমান, মোঃ আব্দুস সাত্তার, তপন কুমার দাস, মহীতোষ কুমার দে, আমিনুর রশীদ, প্রশান্ত কুমার রায় চৌধূরী, ঋতুপদ মন্ডল, মোঃ ওয়েজ উদ্দীন, অখিল চন্দ্র লস্কর, মোঃ মোজাফ্ফর হোসেন, পরিমল কুমার বিশ্বাস, মোঃ এয়াকুব আলী ও দুই কর্মচারী মোঃ মনছুর আলী ও আয়রুন খাতুন

আপনার জেলার সংবাদ পড়তে