ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ট্র্যাব (টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) বিজয় অ্যাওয়ার্ড ২০২৫ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জননেতা জোনায়েদ সাকি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম, বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত শরিফুল ইসলাম শরীফ মাস্টার, বীর মুক্তিযোদ্ধা ইউনুস বিএসসি । সভাপতিত্ব করেন টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি কাদের মনসুর। অনুষ্ঠানটি সোমবার বিকেলে বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে জননেতা জোনায়েদ সাকি বলেন, “দেশের উন্নয়ন এবং স্বাধীনতার চেতনা বাস্তবায়নে সঠিক নেতৃত্ব অপরিহার্য। বিজয়ের ইতিহাস আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।” বিশেষ অতিথিরা বিজয়ের মাহাত্ম্য, সাংবাদিকদের ভূমিকা এবং দেশের অগ্রগতিতে গণমাধ্যমের অবদানের কথা উল্লেখ করেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। ট্র্যাব বিজয় অ্যাওয়ার্ড ২০২৫ এর মাধ্যমে বাঞ্ছারামপুরে একটি অনন্য মাইলফলক স্থাপিত হলো বলে মত প্রকাশ করেন অতিথিরা। অনুষ্ঠান শেষে প্রধান অতিথির কাছ থেকে ১২ জন বীর মুক্তিযোদ্ধা ক্রেস্ট গ্রহণ করেন ।