উন্মুক্ত করা হলো লৌহজংয়ের বালিগাঁও সেতু

এফএনএস (আবু নাসের খান লিমন; লৌহজং, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ২১ জানুয়ারী, ২০২৫, ০১:৩৮ পিএম
উন্মুক্ত করা হলো লৌহজংয়ের বালিগাঁও সেতু

দীর্ঘ অপেক্ষার পর মুন্সীগঞ্জের লৌহজংয়ে নির্মাণাধীন বালিগাঁও সেতুটি যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সেতু খুলে দেওয়ায় যাত্রী ও যানবাহন চালকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। সংশ্লিষ্টরা বলছেন, সেতুটির প্রায় ৯৫ শতাংশ কাজ শেষ হয়ে গেছে। এখন চলছে দু'পাশে রেলিং ও সংযোগ সড়কের আনুষঙ্গিক কাজ। জনদুর্ভোগ এড়াতে সেতু চালু রেখে বাকি কাজটুকু করা হচ্ছে। লৌহজং-টঙ্গীবাড়ি উপজেলার পদ্মার শাখা নদীর ডহরি-তালতলা খালের উপর সড়ক ও জনপথ অধিদপ্তরের সঙ্গে ঠিকাদারী প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার (এনডিই) কোম্পানি সাথে চুক্তিতে গত ২০২২ সালের ৮ ডিসেম্বর সেতু নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। কার্যাদেশে নির্মাণ কাজ সম্পন্নের সময়সীমা ২০২৪ সালের জানুয়ারিতে সময় বেঁধে দেয়া হলেও তিন দফায় প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে। সময় স্ট্রেকশন হয়ে ২০২৪ সালের জুন এবং আগস্ট পারে সেপ্টেম্বর করা হয়। এর পর আবারও বাড়িয়ে ডিসেম্বর ২০২৪ইং পর্যন্ত করা হয়। অনুমোদিত নকশা অনুসারে বালিগাঁও সেতুটি ২লেন বিশিষ্ট সেতুটির দৈর্ঘ্য ৯৮ মিটার এবং প্রস্থ ১০ দশমিক ২৫ মিটার। মুন্সীগঞ্জের লৌহজং ও টঙ্গীবাড়ি উপজেলার শেষ সীমানা ডহরি-তালতলা খালের উপর টঙ্গীবাড়ী-লৌহজং উপজেলাকে যুক্ত করেছে এ সেতু। দুই উপজেলায় ৩০ কোটি টাকা ব্যয় এক প্যাকেজে তিনটি কংক্রিট সেতুর মধ্যে টঙ্গীবাড়ি উপজেলার ৪১ মিটার বলই সেতু, লৌহজং উপজেলার ৩৮ মিটার খেতেরপাড়া সেতু ও ডহরি তালতলা খালের উপর নির্মাণাধীন ৯৮ মিটার বালিগাঁও সেতু। এই তিনটি সেতুর মধ্যে বলই সেতু ও খেতেরপাড়া সেতুর নির্মাণ প্রকল্পের চলমান কাজ শত ভাগ শেষ হয়ে গেছে।

আপনার জেলার সংবাদ পড়তে