চাঁদপুরে শুরু মাসব্যাপী তারুণ্য মেলা

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২১ জানুয়ারী, ২০২৫, ০১:৪৯ পিএম
চাঁদপুরে শুরু মাসব্যাপী তারুণ্য মেলা

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্য নিয়ে দেশব্যাপী চলমান তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনের অংশ হিসেবে চাঁদপুর আউটার স্টেডিয়ামে শুরু হয়েছে মাসব্যাপী জমজমাট তারুণ্য মেলা। সোমবার (২০ জানুয়ারি) রাতে তারুণ্য উৎসবের তাঁত বস্ত্র, ক্ষুদ্র কুটির শিল্প ও পাট পন্যের এ মেলার উদ্বোধন করেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মহসীন উদ্দিন।শুভেচ্ছা বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ আবদুর রকিব পিপিএম, জেলা চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডঃ মোঃ শাহজাহান মিয়া। তরুণদের পক্ষে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রবিউল ইসলাম। জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, আমাদের তারুণ্য উৎসবের অনেকগুলো ইভেন্টের মধ্যে তাঁত বস্ত্র, ক্ষুদ্র কুটির শিল্প ও পাট পন্যের এই মেলা। এখানে তরুণদের উৎসব বজায় থাকবে। আমরা চাই তরুণ সমাজ লেখাপড়ার প্রতি মনোযোগী হবে,  মন্দ কাজ থেকে দূরে থাকবে। মাদক থেকে দূরে থাকবে। ভালো কাজ করবে। অন্যায়ের প্রতিবাদ করবে। দেশ ও সমাজ সংস্কারে অগ্রণী ভূমিকা রাখবে। পুলিশ সুপার তাঁর বক্তব্য বলেন,মাসব্যাপী এই মেলা হবে।এখানে জেলা পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত সিকিউরিটির ব্যবস্থা থাকবে। যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে।আমি মেলার সাফল্য কামনা করছি। চাঁদপুর জেলা প্রশাসন আয়োজিত   মেলার উদ্বোধন শেষে জেলা প্রশাসক  বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে মেলার স্টলগুলো পরিদর্শন করেন।  তারুণ্যের মেলা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক মোঃ গোলাম জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল ছিদ্দিক,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ এরশাদ উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুপ্রভাত চাকমা,চাঁদপুর জেলা পরিষদের সিইও মোঃ মনোয়ার হোসেন,চাঁদপুর সদর ইউএনও সাখাওয়াত জামিল সৈকত,সহকারী কমিশনার (ভূমি) আল এমরান খাঁন,চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহার মিয়া প্রমুখ। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি,রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মীবৃন্দ, মেলার স্টল কর্মকর্তা,ছাত্র তরুণ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। ২০ জানুয়ারি থেকে শুরু হয়ে মেলা চলবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১০ টা পর্যন্ত। মেলায় তাঁত বস্ত্র, ক্ষুদ্র কুটির শিল্প ও পাট পন্যের সমারোহ,হরেক রকম  পণ্য প্রদর্শনী এবং  বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম স্থান পাবে। বর্ণিল ও উৎসবমুখর এ আয়োজন তরুণদের পাশাপাশি চাঁদপুরের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। মেলা প্রাঙ্গণে বিভিন্ন স্টলে দর্শনার্থীদের ভিড় লক্ষ করা যাচ্ছে। মেলা আয়োজক জেলা প্রশাসন থেকে জানানো হয় , এ ধরনের আয়োজন তরুণ সমাজের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে