গফরগাঁও সরকারি কলেজে বার্ষিক চড়ুইভাতি অনুষ্ঠিত

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : : | প্রকাশ: ২১ জানুয়ারী, ২০২৫, ০২:০৪ পিএম : | আপডেট: ২১ জানুয়ারী, ২০২৫, ০২:০৪ পিএম
গফরগাঁও সরকারি কলেজে বার্ষিক চড়ুইভাতি অনুষ্ঠিত

ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজে বার্ষিক চুড়ুইভাতি অনুষ্ঠিত হয়েছে। শীতের এই আমেজে গত সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত কলেজের প্রাণীবিদ্যা বিভাগের সকল বর্ষের ছাত্র-ছাত্রীদের নিয়ে বার্ষিক চড়ুইভাতি কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। কলেজের প্রাণীবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শরীফ হাসানের সভাপতিত্বে চড়ুইভাতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রফেসর কাজী ফারুক আহাম্মদ। প্রধান অতিথির বক্তব্যে কলেজে অধ্যক্ষ বলেন, প্রাণীবিদ্যা বিভাগ একটি ব্যতিক্রমী আয়োজন করেছে। সকাল থেকে আমি সবার মাঝে একটি আনন্দ উল্লাস দেখতে পাচ্ছি। শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, আনন্দ উল্লাসের সঙ্গে আমাদের মূল উদ্দেশ্য ঠিক রাখতে হবে। আমাদের পড়াশোনা করে সত্যিকারের মানুষ হতে হবে। এসময় কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ আক্তারুজ্জামান, সহযোগী অধ্যাপক কাজী জাকিয়া ফেরদৌসী, সহযোগী অধ্যাপক ড. শিহাব উদ্দিন, প্রাণীবিদ্যা বিভাগের প্রভাষক মোহাম্মদ নাজমুল হুসাইন রনি ও প্রভাষক সালমান কবির সানিসহ অন্যান্য বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গফরগাঁও সরকারি কলেজের বার্ষিক চড়ুইভাতিতে বিভিন্ন অনুষ্ঠানসহ ভুঁড়ি ভোজনের মাধ্যমে চড়ুইভাতির সমাপ্তি ঘোষণা করেন অধ্যক্ষ প্রফেসর কাজী ফারুক আহাম্মদ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে