মুন্সীগঞ্জে ফ্যাসিবাদ বিরোধী আলোচনা সভা

এফএনএস (মোঃ মাহাবুবুর রহমান; মুন্সীগঞ্জ ) : | প্রকাশ: ২১ জানুয়ারী, ২০২৫, ০৪:০২ পিএম
মুন্সীগঞ্জে ফ্যাসিবাদ বিরোধী আলোচনা সভা

মুন্সীগঞ্জের সিরাজদিখানে তারুণ্যের উৎসব এর অংশ হিসেবে ” জুলাই বিপ্লবের প্রেক্ষাপট ও ফ্যাসিবাদ বিরোধী ”আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল  মঙ্গলবার বেলা ১১ টায়  মাধ্যমিক ্ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান সমূহের  আয়োজনে বিক্রমপুর আদর্শ কলেজ মিলনায়তনে এ  আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারী কলেজের অধ্যক্ষ ড. রসময় কির্ত্তনীয়া । বিক্রমপুর আদর্শ কলেজের অধ্যক্ষ অরুণ চন্দ্র কির্ত্তনীয়ার সভাপতিত্বে এতে অন্যানের মধ্যে আলোচনায় অংশ নেন সাবেক অধ্যক্ষ আ: জলিল,উপাধ্যক্ষ মোখলেসুর রহমান,প্রতিষ্ঠান প্রধান পরিষেদের সভাপতি ও কুসুমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মাহবুবুর রহমান,একাডেমিক সুপারভাইজার এম এ মালেক,শহীদ সমূদ্রের মা মাসুদা জামান,জুলাই আন্দোলনের সমন্বয়ক এডভোকেট মারুফ হাসান মন্টি,ছাত্র সমন্বয়ক রাইম হোসেন,রাব্বি প্রমুখ। স্বুল ও কলেজের শিক্ষার্থী ও শিক্ষকের উপস্থিতিতে বক্তারা ফ্যাসিবাদের কারণ ,আন্দোলনের ভয়াবহতা ও ছাত্র-জনতার ভূমিকা,বৈষম্যের স্বরুপ এবং আগামীর বাংলাদেশ নির্মানে করনীয় সম্পর্কিত নানা বিষয়ে আলোচনা করেন। এর আগে জুলাই শহীদ ও আন্দোলনে আহত দের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে