ময়মনসিংহে পিস্তলসহ আটক ১

এফএনএস (রকিবুল হাসান চৌধুরী রুবেল, ময়মনসিংহ) : : | প্রকাশ: ২১ জানুয়ারী, ২০২৫, ০৫:৩৩ পিএম
ময়মনসিংহে পিস্তলসহ আটক ১

ময়মনসিংহে বিদেশী পিস্তলসহ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল আহমদে সজিবকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গতরাতে নগরীর বলাশপুর মরাখোলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় সজিবের দেহ তল্লাশী করে তার প্যান্ট থেকে একটি বিদেশী পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। সজিব ওই এলাকার মৃত এমরান হোসেনের ছেলে। দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ। তিনি জানান, গতরাতে সজিবকে অস্ত্রসহ গ্রেফতার করে গাড়ীতে উঠানোর সময় তার আত্মীয়সহ দুই শতাধিক সমর্থক লাঠি-সোঠা ও লোহার রড নিয়ে পুলিশের উপর আক্রমণ করে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় হামলাকারিরা পুলিশের দুইটি মাইক্রোবাস ভাঙচুর করে। এতে পুলিশের এসআই রফিকুল ইসলাম আহত হয়। এ ঘটনায় সজিবের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় দুইটি পৃথক মামলা করা হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে