বড়াইগ্রামে দুই ভুয়া চক্ষু চিকিৎসকের জেল-জরিমানা

এফএনএস (আপন; বড়াইগ্রাম, নাটোর) : : | প্রকাশ: ২১ জানুয়ারী, ২০২৫, ০৫:৪৪ পিএম
বড়াইগ্রামে দুই ভুয়া চক্ষু চিকিৎসকের জেল-জরিমানা

নাটোরের বড়াইগ্রামে জাল সনদপত্র ব্যবহার করে চক্ষু ক্যাম্প পরিচালনা করায় ভূয়া চক্ষু চিকিৎসক শাহিন আলমকে ২০ হাজার টাকা জরিমানাসহ এক মাসের এবং স্বপ্না খাতুনকে ৫ হাজার টাকা জরিমানাসহ ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার উপজেলার শ্রীরামপুর গ্রামে ইউপি সদস্য জিল্লুর রহমান তোতার বাড়িতে ফ্রি চক্ষু ক্যাম্প চলাকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দন্ড দেন। দন্ডপ্রাপ্ত শাহিন আলম ও স্বপ্না খাতুন সিরাজগঞ্জের উল্লাপাড়া চোখের আলো চক্ষু হাসপাতালের চিকিৎসক। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মলয় কুমার কুন্ডু জানান, ফ্রি চক্ষু ক্যাম্প চলাকালে সেখানে গিয়ে তাদের দুজনের সার্টিফিকেট দেখতে চাইলে তারা কম্পিউটার থেকে তৈরী সনদপত্র দেখায়। পরে যাচাই-বাছাইয়ে তা জাল প্রমাণ হওয়ায় মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ মোতাবেক তাদেরকে দন্ড দেয়া হয়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে