নাচোলে ছিনতাই করে পালানোর সময় আটক ২

এফএনএস (মোঃ আবদুস সাত্তার; নাচোল, চাঁপাইনবাবগঞ্জ) : : | প্রকাশ: ২১ জানুয়ারী, ২০২৫, ০৬:১৫ পিএম
নাচোলে ছিনতাই করে পালানোর সময় আটক ২

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ২০ জানুয়ারী গভীর রাতে হোটেল ব্যবসায়ীর টাকা ছিনতাই করে পালানোর সময় জনতাকর্তৃক ২ ছিনতাইকারীকে আটকের পর গণধোলাই  শেষে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনাই মঙ্গলবার হোটেল মালিক মাহিদুল ইসলাম বাবুল বাদী হয়ে নাচোল থানায় একটি মামলা দ্বায়ের করেছে। নাচোল বাসস্ট্যান্ডের ইসলামী হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক মাহিদুল ইসলাম বাবুল জানান, ২০ জানুয়ারি দিন শেষে হোটেল বন্ধ করে আনুমানিক রাত সাড়ে ১২টার দিকে মুরদপুর মহল্লার নিজবাড়ি ফেরার পথে নাচোল খ. ম. সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের পূর্ব দিকের রাস্তায় তাকে পিছন থেকে তিন ছিনতাইকারী পথরোধ করে এবং কিলঘুষি মেরে ব্যাগে রক্ষিত ১লক্ষ ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালাতে থাকে। এসময় তার ডাক চিৎকারে স্থানীয় এক মেশে ভাড়া থাকা রাজফুড ক্যাসেল হোটেলের কর্মচারী এবং স্থানীয় জনতা ধাওয়া দিয়ে ২ জনকে আট করতে সক্ষম হলেও অপর একজন টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। আটক ২ ছিনতাইকারীকে স্থানীয়রা গণধোলাই দিয়ে রাতেই পুলিশে সোপর্দ করে। মামলাসূত্রে জানাগেছে, আটক ছিনতাইকারী আশরাফুল(৪২) নাচোল পৌর এলাকার শিয়ালা গ্রামের ইউনুসের ছেলে এবং শফিকুল ইসলাম(৪৫) নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার মাকলাহাট গ্রমের দুরুলের ছেলে। অপর পলাতক ছিনতাইকারী সুবোল(২৬) নাচোল থানাপাড়ার শ্রী গৌর বাবুর ছেলে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে