চাঁদপুরে সড়ক অবরোধ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২১ জানুয়ারী, ২০২৫, ০৬:৫৫ পিএম
চাঁদপুরে সড়ক অবরোধ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ

চাঁদপুর রেলওয়ে হকার্স মার্কেট ব্যবসায়িক ও কর্মচারীকে কুপিয়ে জখম করার ঘটনায় অবিলম্বে আসামিদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মার্কেটের ব্যবসায়ি ও দোকান কর্মচারীরা। মঙ্গলবার (২১ জানুয়ারি ২০২৫) সারাদিন শহরের হকার্স মার্কেট বন্ধ রেখে দুপুরে শহরের রেলওয়ে বাইতুল আমিন মসজিদের সামনে হকার্স মার্কেটের কর্মচারীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। সোমবার রাতে হকার্স মার্কেটের দোকান কর্মচারী শিবলু কাজী , বাবুল মিয়া ও আলীর উপর বহিরাগত সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় তাদেরকে রক্তাক্ত জখম অবস্থায় দোকানে ব্যবসায়ীরা উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। আহত শিমুল কাজীর অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার করা হয়। এই ঘটনায় চাঁদপুর মডেল থানার ওসি বাহার মিয়া অভিযুক্ত কোড়ালিয়া এলাকার শুক্কুর মুন্সির ছেলে নান্নু মুন্সি, সুজন ও মিঠুর বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা এলাকার ছেড়ে পালিয়ে যায়। এদিকে আসামিদের খুব দ্রুত গ্রেপ্তারের দাবি এবং কর্মচারীদের নিরাপত্তার নিশ্চিত করার জন্য হকার্স মার্কেটের সকল দোকান বন্ধ করে কর্মচারীরা রাজপথে নেমে বিক্ষোভ করেন। এই ঘটনায় আহত শিমুল কাজীর স্ত্রী আরিফা বাদী হয়ে চাঁদপুর থানায় অভিযোগ দায়ের করেন। হকার্স মার্কেটের ব্যবসায়ী ও কর্মচারীরা জানান, চিহ্নিত কিশোর গ্যাং  হকার্স মার্কেটে দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় চারজনকে তারা আহত করে পালিয়ে যায়। এর পূর্বে হকার্স মার্কেটে অনেক দোকান ও কর্মচারী সন্ত্রাসীদের হাতে আহত হয়েছে। অবিলম্বে আসামিদের গ্রেফতার না করলে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এদিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করার ঘটনায় চাঁদপুর মডেল থানার ওসি বাহার মিয়া ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং খুব দ্রুত  সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে আসামিদের গ্রেফতার করবে বলে আশ্বস্ত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে