পুঠিয়ায় ১০ চাকার ট্রাক মানুষের রাতে ঘুম হারাম করচ্ছে

কে এম রেজা; পুঠিয়া, রাজশাহী : | প্রকাশ: ২১ জানুয়ারী, ২০২৫, ০৭:২১ পিএম
পুঠিয়ায় ১০ চাকার ট্রাক মানুষের রাতে ঘুম হারাম করচ্ছে

রাজশাহী পুঠিয়ায় গ্রামঞ্চলে ১০ চাকার ট্রাক মাটি বহন করতে গিয়ে মানুষের রাতে ঘুম হারাম করচ্ছে বলে সংশ্লিষ্ট এলাকাবাসীর অভিযোগ তুলেছেন। তারা বলছেন, থানা এবং হাইওয়ে পুলিশের সঙ্গে ১০ চাকার ট্রাক মালিকরা সমঝোতা করে সড়কে গভীর রাত হতে সকাল পর্যন্ত পুকুর খননের মাটি ইটভাটায় নিয়ে যাওয়া হচ্ছে। কয়েকদিন ধরে রাত হলে চারঘাট উপজেলার নন্দনগাছি এলাকা হতে পুকুর খননরা মাটি পুঠিয়া থানার সামনে দিয়ে যাতায়ত করতে দেখা যাচ্ছে। এতে করে পুকুর খননকারীদের মাটি পরিবহন কাজে নিয়োজিত ১০ চাকার ড্রামট্রাক নন্দনগাছি সড়কসহ পুঠিয়ার একাধিক গ্রামীণ সড়ক নষ্ট হওয়ার আকার ধারণ করেছে। এদিকে বেশিভাগ ট্রাকের আবার প্লেট নম্বার নেই। জয়নাল হোসেন নামের ব্যক্তি বলেন,রাতেরআধাঁরে ৫০/৬০ টন মাটি নিয়ে তিব্র গতিতে যখন ট্রাকগুলো যাতায়াত করছে। তখন শব্দে সড়কের পাশে থাকা ঘড়বাড়িগুলো কেঁপে উঠছে। সড়কের পাশে থাকা সাধারণ মানুষের ঘুম হারাম হচ্ছে। ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে,সড়কগুলো দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। স্থানীয় গ্রামীণ সড়কগুলো নষ্ট হওয়ার ব্যাপারে থানা ও হাইওয়ে পবা থানা পুলিশকে একাধিকবার মৌখিক ভাবে জানানো হচ্ছে। কিন্তু তারা কোনোরকম কঠোর ব্যবস্থা গ্রহন করছে না। রিংকু আহম্মেদ বলেন, পুলিশের সঙ্গে সমঝোতা থাকায় সড়কে অবৈধ ট্রাক মাটি বহন করতে পারচ্ছে। সে আরো বলেন, আমাদের এলাকার সড়কগুলো সংস্কার বা নির্মাণ করার শেষ না হতে সড়কগুলো পূর্বের ন্যায় গর্ত ভাঙাচুড়া আকার ধারণ করছে। গত বছরে নন্দনগাছি সড়ক নির্মাণ করা হয়েছে। শুধুমাত্র ১০ চাকার ট্রাক যাতায়ত করার জন্য সড়কের বিভিন্ন স্থানে ভাঙাচুড়া দেখা দিয়েছে। আগামীতে এই সড়কটি মানুষের চলাচলে অনুপযোগি হয়ে পড়বে। পরবর্তী সময়ে মানুষদের চলাচলে করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। থানা এবং পবা হাইওয়ে পুলিশের সঙ্গে চুক্তি করে নীচু স্থানের মাটি ভরাট এবং ইটেরভাটার মাটি বিক্রির হোতা হলো নাটোর জেলার সান্টু এবং নয়ন। এ বিষয়ে থানার অফিসার ইনর্চাজ (ওসি) কবির হোসেন বলেন,আমি উপজেলা প্রশাসনের সঙ্গে পরামর্শ করি। বিভাবে ১০ চাকার ট্রাক যাতায়ত বন্ধ করা যায়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম নুর হোসেন নির্ঝর বলেন,আমরা গত বছর ড্রামট্রাকের বিরুদ্ধে জরিমানা আদায় করেছি। এবছর পুলিশ ১০ চাকার ট্রাক আটক করে আমাদের জানালে ভ্রাম্যমাণের মাধ্যমে জরিমানা করে দেব।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে