ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

এফএনএস (এ.এস.এম জুলফিকার রহমান; সরিষাবাড়ী, জামালপুর) : : | প্রকাশ: ২২ জানুয়ারী, ২০২৫, ০২:১৫ পিএম : | আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম
ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ীতে ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পারভেজ মিয়া (১৬) নামে এক স্কুল পড়ুয়া ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারী) রাতে উপজেলার মহাদান ইউনিয়নের হিরণ্যবাড়ী এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত পারভেজ মিয়া মহাদান ইউনিয়নের শ্যামেরপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে ও স্থানীয় শিবপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। স্থানীয় ও হাসপাতাল সুত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৮টার দিকে বন্ধুদের সাথে পাশের গ্রাম হিরণ্যবাড়ী এলাকায় ব্যাডমিন্টন খেলতে যায় পারভেজ। ব্যাডমিন্টন মাঠে আলো জ্বালানোর জন্য বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্টের পর হার্ট আ্যাটাক হয়ে গুরুতর আহত হয়ে পড়ে। পরে স্থানীয়রা পারভেজ মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রবিউল ইসলাম তাকে মৃত ঘোষনা করেন। স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুল ইসলাম বলেন, শান্ত স্বভাবের ছেলে ছিলো পারভেজ। ছাত্র হিসাবেও মেধাবী ছিল সে। স্থানীয় স্কুলের দশম শ্রেণীতে পড়তো পারভেজ। তার অকাল মৃত্যুতে এলাকায় বয়ছে শোকের মাতম। সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার চিকিৎসক রবিউল ইসলাম বলেন, মঙ্গলবার রাত ৯.৪০ টায বিদ্যুৎস্পৃষ্ট রোগীকে নিয়ে আসে তার বন্ধু জিহাদ। হাসপাতালে পৌছানোর আগেই পারভেজের মৃত্যু হয়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে