বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

এফএনএস স্পোর্টস ডেস্ক | প্রকাশ: ২২ জানুয়ারী, ২০২৫, ০২:৩৭ পিএম
বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

মালয়েশিয়ায় চলমান আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। বুধবার (২১ জানুয়ারি) স্কটল্যান্ডকে ১৭ রানে হারিয়ে টুর্নামেন্টের গ্রুপ পর্ব শেষ করেছে তারা।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ সংগ্রহ করে ৯ উইকেটে ১২০ রান। দলটি শুরুতে কিছুটা চাপে থাকলেও অধিনায়ক সুমাইয়া আক্তারের অপরাজিত ২৮ রানের ইনিংস এবং আফিয়া অসীমা (২১) ও জুরারিয়া ফেরদৌসের (২০) গুরুত্বপূর্ণ অবদান দলের স্কোরবোর্ডকে চাঙ্গা করে।

স্কটল্যান্ডের হয়ে নাঈমা শেখ ও মাইসি মাসেইরা দুটি করে উইকেট শিকার করেন।

জবাবে স্কটল্যান্ড শুরুতে চাপে পড়ে যায়। পিপা স্প্রাউল (৪৩) ও নিয়াম মুইর (২২) তৃতীয় উইকেটে ৫০ রানের জুটি গড়লেও বাকি ব্যাটাররা সেই মোমেন্টাম ধরে রাখতে ব্যর্থ হন। স্কটিশ ইনিংস থামে ১০৩ রানে।

বাংলাদেশের হয়ে লেগ স্পিনার মোসাম্মৎ আনিসা আক্তার সোবা অসাধারণ বোলিং করে ৪ উইকেট তুলে নেন এবং ম্যাচ সেরা হন। এছাড়া হাবিবা ইসলাম পিংকি ও নিশিতা আকতার নিশি একটি করে উইকেট শিকার করেন।

গ্রুপ পর্বে প্রথম ম্যাচে নেপালকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হেরে যায় বাংলাদেশ। তবে স্কটল্যান্ডের বিপক্ষে এই জয়ে সুপার সিক্সে ওঠার আনুষ্ঠানিকতা সেরে নেয় তারা।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের এই সাফল্যে দেশের ক্রিকেটপ্রেমীরা দারুণ উচ্ছ্বসিত। এখন নজর থাকবে সুপার সিক্স পর্বে দলটি কীভাবে পারফর্ম করে তার ওপর।

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ১২০/৯ (সুমাইয়া ২৮*, আফিয়া ২১, জুরারিয়া ২০; নাঈমা ২/১৫, মাসেইরা ২/২৭)।
স্কটল্যান্ড: ২০ ওভারে ১০৩/৮ (স্প্রাউল ৪৩, মুইর ২২; আনিসা ৪/২৫, হাবিবা ১/১৬)।
ফল: বাংলাদেশ ১৭ রানে জয়ী।
ম্যাচ সেরা: মোসাম্মৎ আনিসা আক্তার সোবা।