মেঘনায় অবৈধ বালু বহনকারী বাল্কহেডসহ আটক ৮

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : : | প্রকাশ: ২২ জানুয়ারী, ২০২৫, ০৪:১১ পিএম
মেঘনায় অবৈধ বালু বহনকারী বাল্কহেডসহ আটক ৮

চাঁদপুরের মেঘনায় অবৈধ বালু বহনকারী ০২ টি বাল্কহেডসহ ০৮ জনকে আটক করেছে কোস্ট গার্ড। গোপন সংবাদের ভিত্তিতে ২২ জানুয়ারি বুধবার রাত ১ টায় চাঁদপুরের মেঘনা নদীতে অবৈধ বাল্কহেড এবং বালু উত্তোলন কাজে ব্যবহৃত ড্রেজার উচ্ছেদকল্পে অভিযান পরিচালনা করা হয়। এ সময় চাঁদপুরের হরিণা ফেরিঘাট সংলগ্ন মেঘনা নদী হতে অবৈধ বালু বহনকারী ২টি বাল্কহেড জব্দ করা হয়। আটক করা হয় ৮ জনকে। পরে জব্দকৃত বাল্কহেড এবং আটককৃত আসামীদের চাঁদপুর সদর নৌ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, প্রতিদিন অভিযান চালানো হচ্ছে। এ ধরনের অভিযান আগামীতেও চলবে। এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, মেঘনার বালু অবৈধভাবে  উত্তোলন করে বিক্রির পাশাপাশি প্রতি শুষ্ক মৌসুমে বিভিন্ন চরাঞ্চল ও নদীরপাড় থেকে চুরি করে এটেল মাটে কেটে ইটভাটায় সরবরাহ করছে নদীর মাটিদস্যুরা। প্রশাসনের অন্য বিভাগগুলো এ ব্যাপারে নিশ্চুপ থাকায় কোস্ট গার্ড চাঁদপুর অভিযান পরিচালনা করছে। এর ক'দিন আগে সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের নদী এলাকা হতে রাতের অন্ধকারে মাটি কেটে নিয়ে যাবার সময় বাল্কহেড জাহাজসহ সহ মাটিকাটার লোকজনকে আটক করে আইনি ব্যবস্থা নেয়া হয়। চাঁদপুরে নদীর বালু ও পাড় থেকে মাটি কাটার অবৈধ তৎপরতা বন্ধ হচ্ছে না। এই কাজের গডফাদাররা থাকছেন ধরাছোঁয়ার বাইরে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে