বেপরোয়াগতির অবৈধ হলুদ ইজিবাইকের চাঁপায় জান্নাতুল মাওয়া নামের ১০ বছর বয়সের এক শিশু নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল সরকারি বজ্রমোহন (বিএম) কলেজ সংলগ্ন সড়কে। নিহত জান্নাত পটুয়াখালী সদর উপজেলার বাসিন্দা মো. নিজাম উদ্দিনের মেয়ে। তারা বিএম কলেজ রোড এলাকার নিকট আত্মীয়র বাসায় বেড়াতে এসেছিলো। বেলা সাড়ে এগারোটার দিকে জান্নাত ও তার একজন সহপাঠী দোকান থেকে চিপস ক্রয়ের পর রাস্তা পার হচ্ছিল। এসময় দ্রুতগতির একটি হলুদ ইজিবাইক জান্নাতকে চাঁপা দেয়। স্থানীয়রা গুরুত্বর অবস্থায় জান্নাতুলকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনার পর স্থানীয়রা বিএম কলেজের সামনের সড়কে অবৈধ হলুদ ইজিবাইক বন্ধের দাবিতে বিক্ষোভ করেছেন। কোতোয়ালী মডেল থানার ওসি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইজিবাইকটি জব্দ করেছে। তবে ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছে।