আমরা নির্বাচনী ব্যবস্থার সংস্কার চাই: গোলাম পরওয়ার

এফএনএস অনলাইন:
| আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম | প্রকাশ: ২২ জানুয়ারী, ২০২৫, ০৫:৩৬ পিএম
আমরা নির্বাচনী ব্যবস্থার সংস্কার চাই: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বুধবার দারুল আমান ট্রাস্ট ময়দানে পাবনা জেলা জামায়াতের বার্ষিক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বললেন, জামায়াতে ইসলামী দেশ ও মানুষের স্বার্থে সংস্কারের প্রত্যাশী। দ্রুত সংস্কার করে স্বল্প সময়ের মধ্যে দেশের জনগণ নির্বাচনের প্রত্যাশা করে।

গোলাম পরওয়ার আরও যোগ করেন, আমরা নির্বাচনী ব্যবস্থার সংস্কার চাই, এজন্য জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন সংস্কারের প্রস্তাব দিয়েছে। আমরা সংখ্যানুপাতিক হারে নির্বাচনের প্রস্তাব দিয়েছি। এ বিষয়ে ব্যাপক আলোচনা-পর্যালোচনা থেকে সিদ্ধান্ত গ্রহণ করা যেতে পারে।

তিনি বলেন, মানবতার কল্যাণে দেশে ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে সমাজ থেকে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক বিশৃঙ্খলা দূর হবে, সাংস্কৃতিক আগ্রাসন রোধ করা যাবে। প্রকৃত ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে মানুষের মন থেকে ভীতি দূর হবে। মানুষ শৃঙ্খলবদ্ধভাবে জীবন পরিচালনা করে সকল কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবে। কারো মনে কোনো সংশয় বা দ্বিধা থাকবে না।

আপনার জেলার সংবাদ পড়তে