গফরগাঁওয়ে বিএনপির সভা ও শীতবস্ত্র বিতরণ

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : : | প্রকাশ: ২২ জানুয়ারী, ২০২৫, ০৫:৪৫ পিএম
গফরগাঁওয়ে বিএনপির সভা ও শীতবস্ত্র বিতরণ

মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁও উপজেলা, পৌর ও পাগলা থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরন, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার বিকেলে উপজেলার পাগলা থানাধীন লংগাইর ইউনিয়নের মাইজবাড়ি মোড়ে এই কর্মসূচি পালন করা হয়। শীতবস্ত্র বিতরণে পূর্বে পাগলা থানা বিএনপির সাবেক সদস্য ডা: আব্দুল মান্নানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাচ্চু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আতিকুল ইসলাম বাবুল, হেলাল উদ্দিন সরকার, মো: নুরুজ্জামান, মোসাদ্দেক হোসেন মানিক, এমদাদুল হক, আনোয়ারুল হক আনার ঢালী, আসাদুজ্জামান সুজন,  বেলাল উদ্দিন, মনিরুজ্জামান মনির, শফিউল আলম পলাশ, মশিউর রহমান জিলান, লোকমান হোসেন, মো: সেলিম মিয়া, শারফুজ্জামান, বেলাল উদ্দিন, শামছুল আলম ফুল মিয়া, মনির মিয়া, আজিজুল হাকিম কাঞ্চন, রেজাউল হক সিদ্দিকী খোকনসহ গফরগাঁও উপজেলা , পৌর ও পাগলা থানা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে