লালমোহনে প্রাথমিক শিক্ষক সমিতির সাংবাদিক সম্মেলন

এফএনএস (মোঃ শহিদুল ইসলাম; লালমোহন, ভোলা) : : | প্রকাশ: ২২ জানুয়ারী, ২০২৫, ০৬:৫৫ পিএম
লালমোহনে প্রাথমিক শিক্ষক সমিতির সাংবাদিক সম্মেলন

ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের মিথ্যাচারের বিরুদ্ধে সাংবাদিক সম্মেল করেছে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি। বুধবার(২২ জানুয়ারী) বিকাল ৪টায় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়ে এ সাংবাদিক সম্মেলন করা হয়। লিখিত বক্তব্যে শিক্ষক সমিতির সভাপতি মো. রেজাউল করিম খোকন বলেন, গত ১৬ই জানুয়ারী (বৃহষ্পতিবার) লালমোহন উপজেলাধীন কালমা ইউনিয়নের পূর্ব চরলক্ষী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাহাবুব নামের এক সহকারী শিক্ষক তার নিজ বাড়ীর পাশ্ববর্তী ভোলা-চরফ্যাশন সড়কের বাকলাই দোকান এলাকায় রাত আনুমানিক সাড়ে ১০টায়  সড়ক দূর্ঘটনায় মারাত্মক আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। গত ২০ জানুয়ারী (সোমবার) সাবেক সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন এর একটি অডিও ক্লিপ অনলাইন মিডিয়ায় ভাইরাল হয়। অডিও রেকর্ডে শিক্ষক মাহবুব কে দলীয় আওয়ামী ত্যাগী কর্মী বলে উল্লেখ করা এবং তাহাকে বিএনপির দলীয় নেতা কর্মীরা মারপিট করেছে বলে মিথ্যাচার করেছেন। এধরনের কোন ঘটনার সত্যতা শিক্ষক সমাজ, সুধী সমাজ এবং মিডিয়া খুজে পায়নি এবং তার পরিবারের পক্ষ থেকেও এধরনের কোন তথ্য পাওয়া যায়নি। সাবেক সংসদ সদস্যের এধরনের মিথ্যাচারের বিরুদ্ধে আমরা লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এসময় লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি মো. হারুন অর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক এ.কে.এম আইউব খাঁন, সাংগঠনিক সম্পাদক মো. শাজাহান এবং অন্যান্য নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে