চাঁদপুর ক্রীড়া সংস্থা এডহক কমিটি পুনর্গঠন দাবি

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : : | প্রকাশ: ২২ জানুয়ারী, ২০২৫, ০৭:২৯ পিএম
চাঁদপুর ক্রীড়া সংস্থা এডহক কমিটি পুনর্গঠন দাবি

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি পুনর্গঠনের দাবিতে বিক্ষোভ মিছিল মানববন্ধন, ক্রীড়া উপদেষ্টা বরাবর  স্মারক লিপি দিয়েছে শিক্ষার্থী ও খেলোয়াড়বৃন্দ। বুধবার (২২ জানুয়ারি ২০২৫) বেলা সাড়ে বারোটার সময় সর্বস্তরের ছাত্র, খেলোয়াড় এবং ক্রীড়া প্রেমীবৃন্দ এর আয়োজনে ক্ষুব্ধ শিক্ষার্থী ও খেলোয়াড়রা ব্যানার প্লে কার্ড বহন করে শহরের মিছিল করেন।মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে  চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নেয় এবং মানববন্ধন কর্মসূচি পালন করে।তাদের ব্যানার ও প্লে কার্ডে লেখা ছিল খেলাধুলার উন্নতি চাই, ছাত্র প্রতিনিধি ঐশ্বর্য ভাই। নেতৃত্বে চাই সততা, খেলাধুলায় চাই শুদ্ধতা। খেলার নামে অন্যায় নয়, সুষ্ঠু কমিটি আজই চাই। এক দফা এক দাবি।চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটিতে ছাত্র প্রতিনিধি হিসেবে মারজুক মুঈদ ঐশ্বর্যকে চাই। এ সময় বিক্ষুব্ধ ছাত্র ও খেলোয়াড়বৃন্দ স্লোগানে স্লোগানে ডিসি অফিস প্রাঙ্গণ কম্পিত হয়। পরে ছাত্র ও প্লেয়ারদের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের মাধ্যমে ক্রীড়া উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন।  জেলা প্রশাসক চট্টগ্রামের মিটিংয়ে থাকায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমানের কাছে তারা স্মারক লিপি তুলে দেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয় -

মাননীয় ক্রীড়া উপদেষ্টা,যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

মাধ্যম জেলা প্রশাসক, চাঁদপুর।

বিষয়-চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি পুনর্গঠন প্রসঙ্গে।

জনাব,

যথাযথ সম্মান প্রদর্শনপূর্বক আপনার অবগতির জন্য জানাতে চাই, আমরা চাঁদপুর জেলার শিক্ষার্থী এবং খেলোয়াড়বৃন্দ। চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সংস্কারের জন্য গত ০৫-০১-২০২৫ তারিখে এডহক কমিটি গঠন করা হয়েছিলো, যেখানে ছাত্র প্রতিনিধি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক জনাব মারজুক মুঈদকে। আমরা তার বিভিন্ন সংস্কারমূলক কার্যক্রম দেখেছি এবং তিনি আমাদের সাথে সংকট সমাধানে অত্যন্ত নিষ্ঠা এবং সততার সাথে কাজ করেছেন। ইতোমধ্যে তিনি মাঠ সংস্কার, খেলোয়াড়দের ট্রাকস্যুট প্রদান এবং মেডিকেল ক্যাম্পের ব্যাবস্থা করেছেন। আমরা লক্ষ্য করেছি হঠাৎ করেই প্রজ্ঞাপনের মাধ্যমে গত ১৯-০১-২০২৫ তারিখে মারজুক মুঈদের পরিবর্তে ছাত্র প্রতিনিধি হিসেবে অন্তর্ভুক্ত করা হয় মোঃ মহিউদ্দিন নামক একজনকে, যিনি মূলত ক্রীড়াঙ্গনের কেউ নন এবং চাঁদপুরেও তিনি কখনো কোনো আন্দোলন সংগ্রাম এবং ক্রীড়াক্ষেত্রে ভূমিকা রাখেন নি। (উল্লেখ্য এই মহিউদ্দিন আওয়ামী ফ্যাসিবাদী আমলে ছাত্রলীগের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল) এখানে স্পষ্টত চরম বৈষম্য দেখতে পাচ্ছি আমরা, যা জুলাই-আগস্ট বিপ্লবের স্পিরিট বিরোধী। আমরা এই বৈষম্য কোনোভাবেই মেনে নিতে পারছিনা। আমরা মারজুক মুঈদ ঐশ্বর্যকে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটিতে ছাত্র প্রতিনিধি হিসেবে দেখতে চাই। আমাদের এই দাবি মেনে নেয়ার আহবান জানাচ্ছি। আমাদের দাবি না মানা হলে চাঁদপুরের সকল খেলোয়াড় এবং ছাত্রদের নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। সর্বস্তরের ছাত্র, খেলোয়াড় এবং ক্রীড়া প্রেমীগণ। স্মারকলিপিতে ৫০ (পঞ্চাশ) জনের স্বাক্ষর যুক্ত ছিল।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে