মুলাদীতে কলেজ ছাত্র হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

এফএনএস (মোঃ আরিফুল হক তারেক; মুলাদী, বরিশাল) : : | প্রকাশ: ২২ জানুয়ারী, ২০২৫, ০৭:৪০ পিএম
মুলাদীতে কলেজ ছাত্র হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

বরিশালের মুলাদীতে কলেজ ছাত্র হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। বুধবার (২২ জানুয়ারি) বেলা ১১টায় মুলাদী সরকারি কলেজের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এর আগে গত রোববার দিবাগত রাত ১টার দিকে পৌরসভার তেরচর গ্রামের মিরাজ হোসেন নামের এক কলেজ ছাত্রকে হত্যাচেষ্টা করে দুর্বৃত্তরা। মানববন্ধনে উপস্থিত ছিলেন, মুলাদী সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ হোসেন দুলাল, খান দিদার হোসেন, লুৎফুন্নেছা শিমু, জুয়েল মজুমদার, ইকবাল হোসেন সিকদার, ওমর ফারুক, বরিশাল উত্তর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহ আলম হাওলাদার, মুলাদী উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. প্লাবন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রোকন মোল্লা, মুলাদী সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইলিয়াস খান প্রমুখ। এসময় বক্তারা মিরাজ হোসেনের হত্যাচেষ্টাকারী ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে