মুলাদীতে সংকট দেখিয়ে ভর্তুকি মূল্যের সার বেশি দামে বিক্রি

এফএনএস (মোঃ আরিফুল হক তারেক; মুলাদী, বরিশাল) : : | প্রকাশ: ২২ জানুয়ারী, ২০২৫, ০৭:৪১ পিএম
মুলাদীতে সংকট দেখিয়ে ভর্তুকি মূল্যের সার বেশি দামে বিক্রি

বরিশালের মুলাদীতে কৃত্রিম সংকট দেখিয়ে সরকারি ভর্তুকি মূল্যের সার বেশি দামে বিক্রির অভিযোগ উঠেছে এক যুবলীগ নেতার বিরুদ্ধে। উপজেলার সফিপুর ইউনিয়ন যুবলীগের ৭নম্বর ওয়ার্ডের সভাপতি মহিউদ্দিন স্বপন সরদারের বিরুদ্ধে এই অভিযোগ ওঠে। তিনি সফিপুর ইউনিয়নের তালিকাভূক্ত খুচরা সার বিক্রেতা। তিনি সরকারি তালিকাভুক্ত পরিবেশকের (ডিলারের) কাছ থেকে সার নিয়ে কৃত্রিম সংকট দেখিয়ে বেশি দামে বিক্রি করেন বলে অভিযোগ করেছেন ওই ইউনিয়নের কৃষকেরা। সফিপুর ইউনিয়নের সফিপুর গ্রামের সমিতিরহাট এলাকার কৃষক আতাহার ব্যাপারী বলেন, যুবলীগ নেতা মহিউদ্দীন স্বপন দলের প্রভাব দেখিয়ে খুচরা সার বিক্রেতা হিসেবে তালিকাভূক্ত হয়েছিলেন। ৫আগস্টের পর থেকে তিনি অনেক সময়ই সার ক্রয় করেন না। আবার ডিলারের কাছ থেকে সার নিয়ে বেশি দামে বিক্রি করছেন। অতিরিক্ত লাভে সার বিক্রির লক্ষে তিনি দোকানে মূল্য তালিকাও রাখেন না। স্থানীয় কৃষকেরা অভিযোগ করে বলেন, সরকার নির্ধারিত ইউরিয়া সারের মূল্য প্রতি কেজি ২৭ টাকা। কিন্তু মহিউদ্দীন স্বপন বিক্রি করেন ৩৩-৩৫ টাকা। ডিএপি প্রতি কেজি ২১ টাকার স্থলে ২৫টাকা, এমওপি প্রতি কেজি ২০টাকার পরিবর্তে ২৫ টাকা, টিএসপি প্রতি কেজি ২৭ টাকার পরিবর্তে ৩৫ টাকা বিক্রি করেন এই খুচরা বিক্রেতা। যেসকল কৃষক তাকে সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রির দাবি জানান তাদেরকে সারর দেননা তিনি। এ ব্যাপারে খুচরা বিক্রতা মহিউদ্দীন স্বপন সরদার বলেন, ডিলারের কাছে সার না থাকায় বাইরে থেকে বেশি দামে সার কিনতে হয়। তাই কৃষকের কাছে ৪-৫টাকা বেশি দামে সার বিক্রি করতে হচ্ছে। তবে সার সংকটের কথা অস্বীকার করেছেন সফিপুর ইউনিয়র সার ডিলার ইব্রাহীম মোল্লা। তিনি জানান, গুদামে পর্যাপ্ত সার রয়েছে এবং অন্যান্য খুচরা বিক্রতারা নিয়মিত নিয়ে কৃষকদের কাছে বিক্রি করছেন। মহিউদ্দীন স্বপনও নিয়মিত সার নেন তবে তিনি বেশি দামে বিক্রি করেন কিনা জানা নাই। উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, সরকারি ভর্তুকি মূল্যের সার বেশি দামে বিক্রি করা অপরাধ। ঘটনার সত্যতা পেলে ওই বিক্রেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিজাম উদ্দিন জানান, কৃষকদের অভিযোগ তদন্তে প্রমাণিত হলে ওই বিক্রতার লাইসেন্স বাতিলসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে