বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় অসহায় দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) বিকাল তিনটায় জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা এর বরিশাল জেলা শাখার আয়োজনে শীতবস্ত্র বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফারুক আহমেদ। বাবুগঞ্জ পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বাবুগঞ্জ পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইসমাইল মিয়া এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম সহ বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফারুক আহমেদ বাবুগঞ্জের অসহায় ও ছিন্নমূল মানুষদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।