আত্রাইয়ে গাঁজাসহ গ্রেফতার ২

এফএনএস (মোঃ ওহেদুল ইসলাম মিলন; রাণীনগর, নওগাঁ) : : | প্রকাশ: ২৩ জানুয়ারী, ২০২৫, ০২:৩২ পিএম
আত্রাইয়ে গাঁজাসহ গ্রেফতার ২

নওগাঁর আত্রাইয়ে দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৫,নাটোর ক্যাম্পের একটি টহলদল। বুধবার বিকেলে আটকের পর আত্রাই থানায় র‌্যাবের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দীন জানান,র‌্যাব-৫,নাটোর ক্যাম্পের একটি টহলদল বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন উপজেলার হাটকালুপড়া এলাকায় মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে, এমন সংবাদে সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানে দুই কেজি গাঁজাসহ আব্দুল মতিন (৩২) ও শান্ত হোসেন (২৪) নামে মাদক ব্যবসায়ী দুইজনকে আটক করে। আটক মতিন নওগাঁ সদর উপজেলার গোপাই গ্রামের খয়বর আলীর ছেলে এবং শান্ত হোসেন একই গ্রামের লেকবার আলীর ছেলে। আটককৃতদের আত্রাই থানাপুলিশে সোর্পদ করে র‌্যাবের পক্ষ থেকে একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। দায়েরকৃত মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে