ঝিনাইদহের কালীগঞ্জে সরকারি মাহাতাব উদ্দিন ডিগ্রী কলেজে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ২০১৮ সালে কলেজটি জাতীয়করণ হলেও শিক্ষার্থীরা সরকারি কোনো সুযোগ সুবিধা পাচ্ছেনা। সরকারি নিয়ম অনুযায়ী এইচ এস সি শিক্ষার্থীদের মাসিক বেতন ২০ টাকা এবং অনার্স ও ডিগ্রী শিক্ষার্থীদের বেতন ২৫ টাকা নেওয়ার কথা থাকলেও যথাক্রমে ১২০ ও ৩০০ টাকা নেওয়া হচ্ছে। উপজেলার সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী এই প্রতিষ্ঠানটিতে অধ্যায়ন করলেও বর্তমানে শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশ গ্রহন খুবই নগণ্য, ঝুকিঁপূর্ণ অবকাঠামো, শিক্ষার্থীদের পরিচয়পত্র সরবরাহ না করা, মেয়ে শিক্ষার্থীদের ওয়াশ রুশের সুব্যবস্থা না থাকা, শিক্ষকদের ক্লাসে পাঠদান করানোর থেকে প্রাইভেট পড়ানোর প্রতি আগ্রহ বেশী, ব্যবহার অনুপযোগী খেলার মাঠ সহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং সংক্ষিপ্ত সমাবেশ শেষে অধ্যক্ষ বরাবর স্বারক লিপি প্রদান করেন। একই দাবিতে বুধবার কলেজ ক্যাম্পাসে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ করে এবং অধ্যক্ষের কক্ষে তালা লাগিয়ে দেয়। মানববন্ধন ও সমাবেশে সমাজ বিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র হুসাইন আহামেদ বলেন, ২০১৮ সালে সরকারি করণের পর থেকে শিক্ষক কর্মচারিরা যেহেতু সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন, সেহেতু ছাত্র-ছাত্রীদের সেই সুযোগ সুবিধা দিতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী বেতন নিতে হবে। কোনো বৈষম্য মেনে নেওয়া হবে না। আমাদের দাবিদাবার বিষয়ে রোববারের মধ্যে সিন্ধান্ত না জানালে আমরা সাধারণ শিক্ষার্থীরা সকল প্রকার ক্লাস ও পরিক্ষা বর্জন করব। এ সময় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী তৌহিদ হোসেন, অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী নিরব আহমেদসহ অনেকে। সরকারি মাহ্াতাব উদ্দিন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মনোজ কান্তি বিশ্বাস বলেন, আমাদের কলেজের সাথে সারা দেশে একযোগে ৩ শতাধিক কলেজ সরকারি হয়েছে, তাদের সাথে মিল রেখেই আমরা বেতন নিয়েছি। বর্তমানে বেতন কমানো হয়েছে বলেও তিনি দাবি করেন।