কালীগঞ্জে ল্যাপারোস্কোপিক, লেজার এন্ড ইএনটি কর্ণার উদ্বোধন

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : : | প্রকাশ: ২৩ জানুয়ারী, ২০২৫, ০৩:২৩ পিএম
কালীগঞ্জে ল্যাপারোস্কোপিক, লেজার এন্ড ইএনটি কর্ণার উদ্বোধন

ঝিনাইদহের কালীগঞ্জে এই প্রথম ইকো ডায়াগনষ্টিক এন্ড ফাতেমা প্রাইভেট হাসপাতালে ল্যাপারোস্কোপিক, লেজার এন্ড ইএনটি কর্ণার উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে কালীগঞ্জ বাজার সড়কে অবস্থিত প্রতিষ্ঠানটির টপ ফ্লোরে এই উপলক্ষে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ইকরামুল ইসলামের সভাপতিত্বে এক  আলোচনা সভার আয়োজন করা হয়। পবিত্র কোরআন তেলোয়াত এবং গীতা পাঠ এবং আগত সকল অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করার  মাধ্যমে আলোচনা সভা শুরু হয়।  উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ডাক্তার আসলাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন ডাক্তার নুর নবী, ডাক্তার এম এ কাফি, ডাক্তার প্রফুল্ল কুমার মজুমদার, ডাক্তার প্রবীর কুমার মন্ডল, ডাক্তার প্রনব কুমার দত্ত, প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক এনামুল হক, কালীগঞ্জ পৌর ব্যবসায়ি সমিতির সহ সাধারণ সম্পাদক আল আমিনসহ বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় ৩ শতাধিক পল্লী চিকিৎসক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,সংবাদকর্মীগণ এবং প্রতিষ্ঠানটির সকল কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা কালীগঞ্জের একমাত্র ফাতেমা প্রাইভেট হাসপাতাল এবং ইকো ডায়াগনষ্ঠিক সেন্টারে প্রথম বারের মতো ল্যাপারোস্কোপিক লেজার এন্ড ইএনটি মেশিনের মাধ্যমে স্বল্প খরচে সার্বক্ষণিক রোগীদের সেবা প্রদানে প্রতিষ্টানটির প্রতি আন্তরিক ভাবে কাজ করার আহ্বান জানান।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে