ঝিনাইদহের কালীগঞ্জে গরীব ও মেধাবী নারী শিক্ষার্থীদের মাঝে হিরো উমেন স্কলারশীপ প্রদান করা হয়েছে। বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশন ও কালীগঞ্জ ইয়ুথ এগেইনস্ট হাঙ্গার, বিকশিত নারী ও শিশু কল্যাণ সংস্থার আয়োজনে বৃহষ্পতিবার সকাল ১০টায় কালীগঞ্জ শহরের বলিদাপাড়াস্থ সুনিকেতন সেমিনার কক্ষে এই স্কলারশীপ বিতরন করা হয়। অনুষ্টানে উপস্থিত ছিলেন সলিমুননেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিদৌরা আক্তার, আলহাজ্ব আমজাদ আলী ও ফাইজুর রহমান ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মশিউর রহমান, শহীদ নুর আলী কলেজের সহকারী অধ্যাপক রওশন কবির রনজু, মোস্তবাপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অশোক কুমার, গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রওশন আফরোজ,হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের প্রোগ্রাম অফিসার শাহজাহান আলী বিপাশ, মাকসুদ রানা, বিএনএসকেএসের সভানেত্রী মনোয়ারা খাতুন, ইয়ুথ এগেইনস্ট হাঙ্গারে সহসভাপতি শেখ সাদি, সম্পাদক তানভীর হোসেন মুন্না প্রমুখ। কালীগঞ্জ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ১৮জন নারী শিক্ষার্থীকে মাসিক ৪০০ টাকা হারে তিন মাসের ১২শ টাকা এবং কলেজ পর্যায়ে ২২জন নারী শিক্ষার্থীকে মাসিক ৫০০ টাকা হারে তিন মাসের ১৫শ টাকা প্রদান করা হয়।