দেবহাটায় পত্রদূতের প্রতিষ্টাবার্ষিকীতে আলোচনা সভা

এফএনএস (আর.কে.বাপ্পা; দেবহাটা, সাতক্ষীরা) : : | প্রকাশ: ২৩ জানুয়ারী, ২০২৫, ০৩:২৯ পিএম
দেবহাটায় পত্রদূতের প্রতিষ্টাবার্ষিকীতে আলোচনা সভা

দেবহাটায় সাতক্ষীরার পাঠক নন্দিত পত্রিকা দৈনিক পত্রদূতের প্রতিষ্টাবার্ষিকীতে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৩ জানুয়ারী সকাল সাড়ে ১১টায় দেবহাটা রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে দেবহাটা উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক উপজেলা বিএনপির অন্যতম নেতা আব্দুল হাবিব মন্টু, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য জিয়াউর রহমান জিয়া ও দেবহাটা থানার সাব ইন্সপেক্টর তন্ময় সাহা। দৈনিক পত্রদূতের প্রতিনিধি ও দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান কাজল, সহ-সভাপতি রুহুল আমিন মোড়ল, সাধারন সম্পাদক ওমর ফারুক মুকুল, দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম আলম, কোষাধ্যক্ষ মজনুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল হাসান, সাংবাদিক ও রিপোর্টার্স ক্লাবের সদস্য আবু সাঈদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আশরাফুল ইসলাম বাদল, উপজেলা বিএনপির সাবেক তথ্য সম্পাদক শাহজাহান আলী প্রমুখ। বক্তারা দৈনিক পত্রদূতের প্রতিষ্টাতা বীর মুক্তিযোদ্ধা স.ম আলাউদ্দীনের প্রতি শ্রদ্ধা জানিয়ে পত্রিকাটির সাফল্য কামনা করেন। শেষে কেক কেটে পত্রিকার প্রতিষ্টাবার্ষিকী উদযাপন করা হয়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে